ED operation: মুখ্যমন্ত্রী ঘনিষ্টের আস্তানায় ইডির তল্লাশি অভিযান

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর ডেরায় হানা দিল ইডি (ED operation)। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। তথ্য অনুযায়ী, বিনোদ কুমার নামে এক অভিযুক্তের বিরুদ্ধেও…

ed-conducts-raid-at-different-locations-of-jharkhand

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর ডেরায় হানা দিল ইডি (ED operation)। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। তথ্য অনুযায়ী, বিনোদ কুমার নামে এক অভিযুক্তের বিরুদ্ধেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর ঝাড়খন্ড রাজনৈতিক মহলে তিনি বেশ প্রভাবশালী বলেই পরিচিত।

ঝাড়খণ্ডে অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় তদন্তকারী সংস্থা ইডি-র একটি দল সাহেবগঞ্জের ডেপুটি কালেক্টরের আস্তানাতেও অনুসন্ধান অভিযান চালাচ্ছে। সাহেবগঞ্জের ডেপুটি কালেক্টরের রাম নিবাস রাজস্থানের বাসিন্দা। তল্লাশি অভিযানের জন্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে কর্মরত ডিএসপি রাজেন্দ্র দুবের ডেরাতেও পৌঁছেছে ইডি দল। ডিএসপি রাজেন্দ্র দুবে মূলত হাজারীবাগের বাসিন্দা। রাঁচি, হাজারিবাগ, ঝাড়খণ্ডের দেওঘর, রাজস্থানের জয়পুর এবং কলকাতাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

রাঁচির পিসকা মোড, রাতু রোডে রোশন নামে অভিযুক্তের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। রাতু রোডে অবস্থিত অভিষেক কুমার পিন্টুর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্র অনুযায়ী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টাও ইডি-র রাডারে রয়েছেন। গ্রেফতারের মুখে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা পিন্টু ওরফে অভিষেক প্রসাদ। অভয় সরাওগির কলকাতা এবং অবধেশ কুমারের লোকেশনে ইডির অভিযান চলছে।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকে মুখ্যমন্ত্রী করা নিয়ে জল্পনার মাঝেই ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট আজ তাদের বিধায়কদের একটি বৈঠক ডেকেছে।ঝাড়খণ্ডে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ইডির এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, অবৈধ খনি কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একাধিকবার এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে ৭ বার সমন জারি করেছে। ইতিমধ্যেই ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।