আসছে কৃশ ৪! বাবার পদাঙ্ক অনুসরণ করেই এবার গুরুদায়িত্ব সামলাবেন হৃতিক

মুম্বই: হৃতিক রোশন এবং যশ রাজ ফিল্মস একসঙ্গে নিয়ে আসছেন কৃশ ৪! এই ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন খোদ বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশন। প্রথম…

Hrithik Roshan to direct Krrish 4

মুম্বই: হৃতিক রোশন এবং যশ রাজ ফিল্মস একসঙ্গে নিয়ে আসছেন কৃশ ৪! এই ছবির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন খোদ বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশন। প্রথম থেকেই এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির অংশ হৃতিক৷ তাঁর বাবা রাকেশ রোশন জানিয়ে দিলেন, ২৫ বছর পর তিনি তাঁর ছেলেকে আবার নতুনভাবে “লঞ্চ” করতে চলেছেন – এবার পরিচালক হিসেবে। (Hrithik Roshan to direct Krrish 4)

ডিরেক্টরের চেয়ারে হৃতিক Hrithik Roshan to direct Krrish 4 

শুক্রবার রাকেশ রোশন এক বিশেষ পোস্টে লিখেছেন, “২৫ বছর আগে তোমাকে আমি একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, আর আজ ২৫ বছর পর তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি। আদি চোপড়া আর আমি তোমাকে #Krrish4 পরিচালনার দায়িত্ব দিচ্ছি। এই নতুন পথচলায় তোমার জন্য অনেক শুভকামনা।” পোস্টটি ছিল একেবারে আবেগঘন৷ যার পরতে পরতে ফুটে ওঠে পরিবারের ভালোবাসা ও সমর্থনের ছবি৷

   

রাকেশ রোশন আরও জানান, কৃশ ৪ সিনেমাটি আগে সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করতে যাচ্ছিলেন, যিনি হৃতিককে ফাইটার সিনেমায় পরিচালনা করেছেন। কিন্তু এখন, হৃতিকের উপর পুরোপুরি আস্থা রেখে পরিচালনার দায়িত্ব তাঁর হাতেই তুলে দেওয়া হচ্ছে। রাকেশ রোশন আরও বলেন, “হৃতিক এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম থেকেই জড়িত, তাঁর কাছে আছে কৃশ–এর পরবর্তী অধ্যায় এগিয়ে নিয়ে যাওয়ার স্পষ্ট এবং উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গি।”

Advertisements

যশ রাজ ফিল্মসের ভূমিকা Hrithik Roshan to direct Krrish 4 

এছাড়াও, রাকেশ রোশন ছবিটির প্রযোজনায় যশ রাজ ফিল্মসের ভূমিকার প্রশংসা করেছেন, যাদের প্রযুক্তিগত দক্ষতা এবং বিশ্বব্যাপী দর্শকদের আকৃষ্ট করার সক্ষমতা নিয়ে তিনি নিশ্চিত।

২০০৩ সালে ‘কোই মিল গয়া’ দিয়ে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজিটি পরবর্তীতে কৃশ (২০০৬) এবং কৃশ ৩ (২০১৩) এর মাধ্যমে দর্শকদের মনে বিশাল সাড়া ফেলেছিল। কৃশ ৩-তে প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রণাউত এবং বিবেক ওবেরয় একসঙ্গে অভিনয় করেছিলেন৷  ওই ছবির অ্যাকশন এবং ভিজ্যুয়াল এফেক্টস ছিল একেবারে নজরকাড়া।

এবার কৃশ ৪–এ নতুন প্রযুক্তি, আরও বড় এক্সপ্যানশন এবং একটি নতুন সুপারহিরো সাগার সূচনা হতে চলেছে। ভক্তরা নিশ্চয়ই এই নতুন অভিযানে হৃতিকের নেতৃত্বে এক অন্যরকম অভিজ্ঞতার অপেক্ষায় আছেন।

 

Entertainment: Hrithik Roshan takes charge as director for Krrish 4, marking a new era in Bollywood’s superhero franchise. Rakesh Roshan announces his son’s milestone after 25 years. Yash Raj Films backs the project, promising stellar visuals and global appeal.