নিউজ ডেস্ক: কিছুই পাল্টায়নি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ২০০১ সালে তালিবান যেভাবে ধংস করেছিল বামিয়ানের বৌদ্ধ মূর্তি এবার তাদের দ্বিতীয় দফার সরকারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আফগান স্বাধীনতার প্রতীক গিরিশ্ক দুর্গ। টুইটারে ছড়িয়ে পড়ে গিরিশ্ক ধ্বংসের চিত্র। তাতে দেখা যায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হচ্ছে একটি ঐতিহাসিক কেল্লা।
গিরিশ্ক একটি সমৃদ্ধ কৃষি এলাকা। শহরটির তীরে একটি দুর্গ ঐতিহাসিক অ্যাংলো আফগান যুদ্ধের প্রতীক। প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের সময়কার (১৮৩৯-৪২) একটি দুর্গা। এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আফগানিস্তানের সঙ্গে ব্রিটেন সরকারের তিনটি যুদ্ধ হয়। তৃতীয় যুদ্ধের পর ব্রিটেন মেনে নেয় আফগানিস্তানের স্বাধীনতা। সেই সময়ের লড়াইয়ের কেন্দ্র গিরিশ্ক দুর্গ।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলার সময় তালিবানরাএকের পর এক স্থাপত্য ধ্বংস করেছিল। সেই সময় নষ্ট করা হয় আফগানিস্তানের গৌরবোজ্জ্বল বুদ্ধমূর্তি দুটি।
একের পর এক আফগান ঐতিহাসিক স্থাপত্য ফের ধংস করতে নেমেছে তালিবান। প্রবল উদ্বেগ বিশ্বে।মনে করা হচ্ছে বামিয়ান বুদ্ধ যেমন অতীত আরও অনেক স্থাপত্যের একই গতি হবে।