জিতের মুকুটে নতুন পালক, কান চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্মের শিরোপা ‘হরে কৃষ্ণ’র

বায়োস্কোপ ডেস্ক: ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর সুপারহিট ছবি ‘সাথী’-তে ডেবিউ করেছিলেন জিৎ। সেই শুরু, তারপরে টলিউডকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।…

Jit জিতের মুকুটে নতুন পালক, কান চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্মের শিরোপা 'হরে কৃষ্ণ'র

বায়োস্কোপ ডেস্ক: ২০০২ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর সুপারহিট ছবি ‘সাথী’-তে ডেবিউ করেছিলেন জিৎ। সেই শুরু, তারপরে টলিউডকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর মুকুটেই যুক্ত হল নতুন পালক, সৌজন্যে হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী।

Image

   

আরও পড়ুন দেবের সিনেমায় অতিথি যীশু, তবে কি সৃজিতের বন্ধুত্ব ভুলে এবারে দেবে মজলেন


আরও পড়ুন ইউভানের জন্য জিত গাঙ্গুলীর স্পেশাল সং ডেডিকেশন

জিতের প্রযোজনাতেই পরিচালনার জগতে প্রবেশ করেন হিন্দোল। তাঁর বানানো স্বল্পদৈর্ঘ্যের ছবিতে জিৎ অভিনয় না করলেও এই ছবির কনসেপ্ট তাঁর, এছাড়াও ছবিটি প্রযোজনাও করেছেন জিৎ। কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে সেরা ভারতীয় ছবির বিভাগে সেরার সেরা শিরোপা পেল ‘হরে কৃষ্ণ’। ভোররাতেই টুইট করে হরে কৃষ্ণর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক জিৎ।

এই ছবির দৈর্ঘ্য ১০ মিনিট। প্রথমে পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু অতিমারীর কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয় বলে শোনা গিয়েছে। পরিচালক জানিয়েছেন, ‘মাত্র ১০ মিনিটের হলেও এই ছবির বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক।আমাদের রোজকার জীবনের ঘটনাই হাস্যকৌতুকের আকারে উঠে এসেছে এই সিনেমায়। এটি আদপে একটি সোশ্যাল স্যাটায়ার।’ 

আরও পড়ুন বর্ধমান থেকে ভেসে আসা দেবী সর্বমঙ্গলা মন্দিরের কামান আওয়াজে বাঁকুড়ায় হতো পুজো


আরও পড়ুন BA-BCom পাস করে ঠেলাগাড়িতেই স্বপ্নের ঠিকানা খুঁজছেন শহরের চার যুবক

ছবিতে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক সহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট। ৩০ অগাস্ট গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ করেছিল ‘হরে কৃষ্ণ’। যদিও ইউটিউবে এই ছবি মুক্তির পরেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল টিমকে। ‘হরে কৃষ্ণ’ নাম রেখে কেন ছবির সংলাপে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে তা নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। তবে কাহিনির স্বার্থেই অকথ্য ভাষাগুলি রাখা হয়েছে বলেই জানিয়েছিলেন পরিচালক।