Haimanti Shukla: ‘জীবনে প্রেম আসেনি?’ রচনার প্রশ্নে কী জবাব দিলেন হৈমন্তী শুক্লা

Haimanti Shukla

রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় দিদি নম্বর ওয়ান এখন দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেই দিদি নম্বর ওয়ানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্বটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেদিনের এপিসোডে আরও উপস্থিত ছিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সেখানে সম্প্রতি এসেছিলেন হৈমন্তী শুক্লা (Haimanti Shukla)। খোলামেলা আড্ডা দিয়েছেন বর্ষীয়ান শিল্পী।

Advertisements

মুখ্যমন্ত্রী আসার পরই অবশ্য গুঞ্জন উঠেছে রচনা বন্দ্যোপাধ্যায় নাকি আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। রচনা এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি। তিনি আপাতত মজে রয়েছেন দিদি নম্বর ওয়ানের সেটে।

প্রেমের ঋতু বসন্তে স্বাভাবিক ভাবেই এসে পড়ে প্রেমের প্রসঙ্গ। শিল্পী হৈমন্তী শুক্লা জানিয়েছেন, “তোমারা আমাকে জিগ্যেস করতে পারো কেন সংসারী হইনি? আমার মনে হয় গানের সঙ্গেই আমার গভীর প্রেম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমকে। গান নিয়েই থেকে গেলাম কখনও মনে হয়নি কেন আমার বর হল না ছেলেপুলে হল না। এখন কত লোক যে আমাকে মা বলে ডাকে।”

Advertisements

রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে জানতে চান জীবনে কখনও প্রেম এসেছে কিনা। তাতে হৈমন্তী দেবী জানিয়েছেন, “প্রেম এসেছে, কেউ হয়ত ভালবেসেছে কিন্তু আমি বুঝতে পারিনি। ভালোবাসার গান গাওয়ার সময় মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায়।” শিল্পীর মুখে এমন কথা শুনে হেসে কুটিনাটি রচনা।