Congress: কংগ্রেস প্রার্থী তালিকায় রহস্যে মোড়া প্রিয়াঙ্কা, রাহুলের ভরসা বাম শাসিত কেরল

প্রিয়াঙ্কা রহস্য! গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে যে অনিশ্চয়তা চলছে সেটি বজায় থাকল। লোকসভা ভোটের প্রথম 39 জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করল…

Priyanka Gandhi

প্রিয়াঙ্কা রহস্য! গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে যে অনিশ্চয়তা চলছে সেটি বজায় থাকল। লোকসভা ভোটের প্রথম 39 জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় কংগ্রেস (Congress) তাতে নেই প্রিয়াঙ্কা গান্ধীর নাম। তবে রাহুল গান্ধীর নাম আছে। তিনি লড়াই করবেন কেরলের ওয়েনাড কেন্দ্র থেকেই। গতবার তিনি এই কেন্দ্রের সাংসদ হন। আর ঐতিহ্যবাহী আমেথি (উত্তর প্রদেশ) থেকে পরাজিত হন। এবারের কংগ্রেসের প্রথম দফার তালিকায় আমেথি ও রায়বেরিলি দুই কেন্দ্রের নাম নেই।

রায়বেরিলি থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করানোর দাবি তুলেছেন কংগ্রেস সমর্থকরা। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সোনিয়া গান্ধী। জানা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে রাজি হন। পরে তিনি মত পাল্টে নেন। তাঁকে রাজি করানোর চেষ্টা চলছে। 

কংগ্রেসের প্রথম দফার তালিকায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে কেরল। সিপিআইএম নেতৃত্বের এলডিএফ সরকার এ রাজ্যে পরপর দুবার সরকার ধরে রেখেছে। তাদের সাথেই মূল লড়াই হবে কংগ্রেসের। কেরলের 20টি লোকসভা আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। ওয়েনাড কেন্দ্রে CPI বনাম কংগ্রেসের লড়াই হবে। গতবার এই কেন্দ্র থেকে CPI কে হারিয়ে জয়ী হন রাহুল গান্ধী।

ছত্তিশগড়, কর্ণাটক, কেরলা, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরার প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ঘোষিত 39 জন প্রার্থীর মধ্যে 15 জন সাধারণ বর্ণের এবং 24 জন SC/ST/সংখ্যালঘু।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেস দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন “…আমাদের অগ্রাধিকার হল এই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করার জন্য সর্বাধিক লোকসভা আসন জয় করা। আমাদের লক্ষ্য হল কংগ্রেস পার্টির জন্য সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন জেতা…” বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধী জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন।