প্রসেনজিৎ চৌধুরী: সরকারি নির্দেশে শুক্রবার থেকে বাংলাদেশে বন্ধ হয়েছে ভারতীয় সহ বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার। ফলে লক্ষ লক্ষ বাংলাদেশী এখন ‘সিরিয়াল বিনোদনহীন’। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের খবর টিভিতে দেখতে পাচ্ছেন না। এই খবর প্রিয় দর্শকরা রবিবার সকাল থেকেই মুখিয়েছিলেন পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্র ভবানীপুর, সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভার উপনির্বাচনের ফল জানতে। তাঁদের বিশেষ আগ্রহ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে।
বাংলাদেশে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার সরকারি নির্দেশে বন্ধ করেছে কেবল অপারেটররা। বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশের আইনে রয়েছে বিদেশি বিজ্ঞাপন প্রচার করা যাবে না। তাই এমন নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিদেশি সব টিভি নিউজ চ্যানেল বন্ধ। এর আওতায় পড়েছে ভারতীয় বাংলা-হিন্দি বিনোদন ও সংবাদ চ্যানেলগুলি।
ভারতীয় সব বিদেশি সব বাণিজ্যিক টিভি সম্প্রচার বন্ধ থাকায় সোশ্যাল সাইটে বিভিন্ন খবর দেখেছেন বাংলাদেশবাসী। তেমনই হাতে উঠে এসেছে সরকারি রেডিও সম্প্রচার ‘বাংলাদেশ বেতার’। এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার সংবাদ শুনেছেন বাংলাদেশবাসী।
পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুরের বাসিন্দাদের কাছেই বেশি আগ্রহ সীমান্তের ওদিকে পশ্চিমবঙ্গের উপনির্বাচন ফলাফল। বাংলাদেশের রাজশাহী লাগোয়া মুর্শিদাবাদ। এই জেলাতে দু দেশের আত্মীয়দের ছড়াছড়ি। পশ্চিমবঙ্গের এই জেলার দুটি আসন জঙ্গিপুর ও সামসেরগঞ্জে উপনির্বাচনের ফলাফল জানতেও মুখিয়েছিলেন বাংলাদেশিরা।
শুধু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাই নয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিং সহ বাংলাদেশের সর্বত্র রবিবার পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল।