গৌরবের জন্মদিনে স্পেশাল কি করলেন দেবলীনা!

এক কথায় তিনি গোটা টলিউডে পরিচিত উত্তম কুমারের নাতি হিসেবেই। আজ আমরা কথা বলছি গৌরবকে নিয়ে। আজ তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনে স্ত্রী দেবলিনা ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ছোট্ট ভিডিও। যেখানে গৌরব এর বিভিন্ন ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে লেখা হয়েছে একটি ক্যাপশন।

ক্যাপশনে বলা হয়েছে, ‘তুমি আমার স্বপ্ন, কিন্তু বেশিরভাগ সময়ে তুমি গোমরা মুখো থাকো। কিন্তু তারপরেও বলছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা’। বর্তমানে গাঁটছড়া ধারাবাহিকে কাজ করছেন গৌরব। সেখানে সোলাঙ্কির বিপরীতে রয়েছেন তিনি। বর্তমানে তারা স্বামী-স্ত্রী হয়েছেন ধারাবাহিকে। আর তাই নিয়েই জমজমাট চলছে ধারাবাহিক। সন্ধ্যে হলেই চায়ের কাপে চুমুক দিয়ে প্রতিটি বাড়িতেই খুলে যায় স্টার জলসার এই ধারাবাহিকটি। উদ্বিগ্ন হয়ে থাকেন সকলেই, পরের এপিসোডে কি হবে!

   

সম্প্রতি জন্মদিন পালন করলেন টেলি আরেক অভিনেতা নীল ভট্টাচার্য। জন্মদিনের আগের রাতে তাঁর স্ত্রী তৃণা বড় করে পার্টির আয়োজন করেছিল। এবার গৌরবের ক্ষেত্রেও দেবলিনা এই ধরনের কিছু পার্টির আয়োজন করে কিনা তাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন