চকোলেট-গোলাপ দেওয়া থেকে প্রপোজ, ফের বিয়ের পিঁড়িতে গৌরব!

gourab-devlina-celebrating-valentine-week

কলকাতা: আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চান গৌরব। তামঝাম করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গিয়ে দিয়েছেন বিয়ের প্রস্তাবও। যদিও পাত্রী বদল করেননি। নিজের স্ত্রীকেই বিয়ে করবেন তিনি! প্রস্তাব পেয়ে ভয়ানক চমকে গিয়েছিলেন দেবলীনাও! চমকের এমন এক ভিডিও সোশ্যালমিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘বিশ্বাস করুন, ও মোটেই এই ধারার নয়। গৌরব কোনও দিন আমায় আনুষ্ঠানিক ভাবে প্রেম নিবেদন করেনি। বিয়ের কথা দূরে থাক! কখনও সখনও বলে ফেলে, ‘ভালবাসি।‘ বিয়ের ১৪ মাস পরে অবশেষে নিয়ম মেনে ফের বিয়ের প্রস্তাব দিচ্ছেন! তাও আবার দু’চাকায় (সাইকেলে) চেপে।’

Advertisements

ভ্যালেন্টাইন উইক চুটিয়ে এনজয় করছেন এই কাপিল। গোলাপ দিনেও একগুচ্ছ লাল বউকে উপহার দিয়েছেন গৌরব। সঙ্গে দুর্দান্ত একটি বার্তা। লিখেছেন, গোলাপ দিবসে ‘গোলাপবালা’কে উপহার। ভালবাসার সপ্তাহের প্রথম দিন থেকে এ ভাবেই একের পর এক চমক থাকছে দেবলীনার জন্য। তবে মহানায়কের নাতবউমাও কমতি যান না। এ বার পালা তাঁর। বুধবার, চকোলেট দিবসের দিনে বিদেশি চকোলেট দিয়েছেন স্বামীকে। দিন মেনে উদযাপন চলছে তাঁদের।

Advertisements

বিয়ের আগেও তাঁরা ভ্যালেন্টাইন্স ডে পালন করতেন তাঁদের মতো করে। নায়িকার কথায়, রোজই প্রেমে পড়া যায়। তবু বিশেষ একটা দিন না হয় ভালবাসার জন্য তোলা থাক। সে দিন এক মাইল পথ বেশি হাঁটবেন সঙ্গীর সঙ্গে। আরও এক বার বলবেন, ‘ভালবাসি’।