পহেলগাঁওয়ের আঁচ? ফওয়াদ খানের ‘আবির গুলাল’-এর গান গায়েব ইউটিউব থেকে!

Fawad Khan Movie Songs Removed মুম্বই: বলিউডের গ্ল্যামার ও বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে! আর সেই তালিকায় নতুন সংযোজন—ফওয়াদ খান ও বানী কাপুরের আসন্ন…

Fawad Khan Movie Songs Removed

Fawad Khan Movie Songs Removed

মুম্বই: বলিউডের গ্ল্যামার ও বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে! আর সেই তালিকায় নতুন সংযোজন—ফওয়াদ খান ও বানী কাপুরের আসন্ন ছবি ‘আবির গুলাল’। ছবির ঝাঁ-চকচকে দুই গান ‘খুদায়া ইশক’ এবং ‘অ্যাংরেজি রংরসিয়া’ সম্প্রতি ইউটিউব থেকে গায়েব!

ছবির প্রোডাকশন হাউস A Richer Lens Entertainment এবং মিউজিক লেবেল Saregama গানদুটি প্রথমে মুক্তি দিলেও, এখন আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। কে বলবে, গানদুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই কম ছিল?

   

সমস্যা ফওয়াদ খানের উপস্থিতি

মূল সমস্যা ফওয়াদ খানের উপস্থিতি ঘিরে। পাকিস্তানি এই সুপারস্টারকে নিয়ে কিছু অংশের দর্শকের মধ্যে ক্ষোভ, বিশেষ করে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার পরে। হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এই ঘটনায় ফওয়াদ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোক প্রকাশ করলেও, বিতর্ক থামেনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উওয়াদ লেখেন, “পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঘন্য হামলার খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা জানাই।”

তবে তাতে বিতর্ক থামেনি! ‘আবির গুলাল’–এর আরও একটি গান ‘টাইন টাইন’ বুধবার মুক্তি পাওয়ার কথা ছিল। পোস্টার, প্রোমো—সব রেডি। কিন্তু গান? স্রেফ উধাও! সূত্রের খবর, ছবির বিরুদ্ধে চলতে থাকা অনলাইন বয়কট ক্যাম্পেইনের কারণেই গানটি মুক্তি দেওয়া হয়নি।

 গান উধাও Fawad Khan Movie Songs Removed

ছবিতে ফওয়াদ-বানী ছাড়াও রয়েছেন গ্ল্যামার কুইন লিসা হায়ডন, ছোটপর্দার জনপ্রিয় মুখ রিদ্ধি ডোগরা, প্রবীণ অভিনেত্রী ফারিদা জলাল, সোনি রাজদান ও পরমিত শেঠির মতো নাম।

এদিকে শোনা যাচ্ছে, ছবির মুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন। PTI-র রিপোর্ট বলছে, এই পরিস্থিতিতে ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পাবে কি না, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।

তাহলে কী ফওয়াদ-বানীর কেমিস্ট্রি এবার বড়পর্দায় দেখা যাবে না? সেটা অবশ্য সময়ই বলবে৷ 

Entertainment: Controversy surrounds Fawad Khan & Vaani Kapoor’s ‘Aabir Gulaal’ as songs ‘Khudaya Ishq’ & ‘Angrezi Rangrasiya’ vanish from YouTube after Pahalgam attack backlash against Pakistani actor.