HomeEntertainmentপ্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি, মন্ত্রে নয় হল শপথ বাক্যপাঠ

প্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি, মন্ত্রে নয় হল শপথ বাক্যপাঠ

- Advertisement -

সকাল থেকে বাজছে বিয়ের সানাই। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা-পরিচালক-গায়ক ফারহান আখতার। তবে একেবারে অন্যরকম কায়দায় বিয়েটা সারলেন তাঁরা। এই বিয়েতে ছিল না ছাদনাতলা, না ছিল আগুনকে ঘিরে সাত পাক। এমনকী, দেখা যায়নি নিকাহর নানা নিয়মকানুনও। বরং বিয়েতে উপস্থিত অতিথিদের সামনে সারাজীবন একসঙ্গে থাকার শপথবাক্য পাঠ করলেন ফারহান ও শিবানী। ইতিমধ্যে বর-কনের প্রথম ছবি দেখা গিয়েছে নেটমাধ্যমে। লাল রঙের গাউনে সেজেছেন শিবানী। কালো স্যুট প্যান্ট পরে কনের পাশে দাঁড়িয়ে ফারহান।

ফারহান আখতার ও শিবানী ডন্ডেকরের হাত ধরে একেবারে অন্যরকম বিয়ে দেখল বলিউড। দীর্ঘ দিনের প্রেমের পর অবশেষে আজ ১৯ ফেব্রুয়ারি, শনিবার শিবানী দান্ডেকারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ফারহান আখতার।দু’দিন আগে থেকেই গায়ে হলুদ, মেহেন্দিতে মেতে উঠেছিলেন আখতার-ডান্ডেকর পরিবারের আত্মীয় এবং বন্ধুবান্ধব। শনিবার দুপুরে কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হল তাঁদের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করলেন শিবানী-ফারহান।

   

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular