Dev-Rukmini: রুক্মিণীর জন্মদিনে দেবের আবেগঘন পোস্ট

আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন। প্রিয়জনের জন্মদিনে দেব (Dev) দিলেন আবেগঘন বার্তা। সঙ্গে শেয়ার করলেন দুজনের সুন্দর মুহূর্তের কিছু ছবি। ক্যাপশনে দেব লিখলেন,…

Dev-Rukmini: রুক্মিণীর জন্মদিনে দেবের আবেগঘন পোস্ট

আজ অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন। প্রিয়জনের জন্মদিনে দেব (Dev) দিলেন আবেগঘন বার্তা। সঙ্গে শেয়ার করলেন দুজনের সুন্দর মুহূর্তের কিছু ছবি। ক্যাপশনে দেব লিখলেন, “আমার একমাত্র সত্য …। শুভ জন্মদিন।“ নিজের বান্ধবী রুক্মিণীকে ট্যাগ করলেন অভিনেতা দেব। দেব-রুক্মিণী টলিপাড়ার বহু চর্চিত জুটির মধ্যে অন্যতম।

জন্মদিন উপলক্ষে রুক্মিণী তার সোশ্যাল মিডিয়াতে ‘প্রে-বার্থডে সেলিব্রেশন’-এর ছবি শেয়ার করেন (Rukmini birthday)। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী তাঁর ভাইজির সঙ্গে জন্মদিন পালন করছেন।

এক জাতীয়-স্তরের সংবাদমাধ্যমকে রুক্মিণী জানান যে তিনি তিনদিন ধরে জন্মদিন পালন করেন। গতকাল থেকে শুরু করেছেন আনন্দ উপভোগ করা, আজও করবেন এবং আগামীকালও। তিনি প্রতি বছরই তিনদিন ধরে জন্মদিন পালন করেন।

Advertisements

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান যে এই বছর তাঁর জন্মদিনটা তাঁর প্রিয় মানুষ দেব করে তুলেছেন স্পেশাল এবং তাই তিনি খুব খুশি।Dev-Rukmini: রুক্মিণীর জন্মদিনে দেবের আবেগঘন পোস্ট

আজ সকালে উঠেই গতকালের থেকে যাওয়া কেক খান অভিনেত্রী। এরপর জন্মদিনের স্পেশাল জলখাবারে খান লুচি-বেগুন ভাজা এবং পায়েশ। লাঞ্চে ইলিশ-মটিন থাকছে বলেই জানিয়েছিলেন রুক্মিণী। রাতে কন্টিনেন্টাল খাওয়ার পরিকল্পনা রয়েছে।