Real Golmaal 3 ! মুম্বইয়ে সাত শিশুকে নিয়ে বাইক চালিয়ে ধৃত চালক

অজয় দেবগন অভিনীত গোলমাল ৩ সিনেমা মনে আছে আপনাদের যেখানে একটি বাইকে চড়ে ৬ জন ঘুরে বেড়াতেন। এই ঘটনা যেন তারই বাস্তবরূপ। মুম্বইয়ের রাস্তাতেই দেখা…

অজয় দেবগন অভিনীত গোলমাল ৩ সিনেমা মনে আছে আপনাদের যেখানে একটি বাইকে চড়ে ৬ জন ঘুরে বেড়াতেন। এই ঘটনা যেন তারই বাস্তবরূপ। মুম্বইয়ের রাস্তাতেই দেখা গেল একটি স্কুটারে চড়ছেন ৭ জন যাত্রী।

এই ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্কুটি চালকের কাণ্ডজ্ঞান দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভিডিয়োটি মুম্বই পুলিশের নজর আসতেই গ্রেফতার করা হয়েছে স্কুটি চালককে।জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম মুনাভর শাহ। তিনি একটি নারকেল দোকানের ব্যবসায়ী।

   

ভিডিয়োতে দেখা যায়, মুনাভর শাহ তার স্কুটারে দুই শিশুকে সামনে দাঁড় করিয়েছেন, সঙ্গে অন্য তিনজন পিছনে রয়েছেন এবং আরও দু’জন গাড়ির ক্র্যাশ গার্ডের উপর দাঁড়িয়ে আছেন।

অন্য এক পথযাত্রী গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে টুইটারে শেয়ার করেছেন এবং এরসঙ্গেই মুম্বাই পুলিশকে ট্যাগ করেন।ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালককে গ্রেফতার করেছে।

ভিডিয়োতে যে সাতজনকে দেখা যাচ্ছে, তাদের মধ্যে চারজন মুনাভর শাহের সন্তান এবং বাকিরা তার প্রতিবেশীর সন্তান।