প্রেমে কেমন মানুষ Debchandrima Singha Roy?

Debchandrima Singha Roy

Debchandrima Singha Roy: ‘আমি প্রেম করলে প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ি। আমি প্রেমের মধ্যে ঢুকে যাই। পাগল প্রেমী হয়ে যাই। যার জন্য আমার কোথাও গিয়ে মনে হয়েছে আমার কাজটা একটু হলেও ক্ষতিগ্রস্থ হয়। একটা সম্পর্কে থাকলে অনেক দায়িত্ব থাকে। শুধু তো নিজের ভালো থাকা এমনটা নয়। উলটো দিকের মানুষটার দায়িত্ব নেওয়াও রয়েছে। সেটা যদি মনে হয় ঠিক করে করতে পারছি না, আমার মাথায় চিন্তা ঘুরতে থাকে। আমি খুব বেশি ভাবি সবকিছু নিয়ে।’

কিন্তু নায়িকার প্রেমে তো অনেক কাঁটা। সায়ন্ত-র সঙ্গে বিচ্ছেদ, ঋজুয়ানের সঙ্গে অন্য গল্প। সবমিলিয়ে প্রেম জীবন তো তাঁর ফাঁপা। এ বিষয়ে কী বললেন অভিনেত্রী!

   

‘প্রেম আমার কাছে ভালো থাকার থেকেও অনেক বেশি দায়িত্বের। উলটো দিকের মানুষটাকে ভালো রাখা। কাজ ছেড়ে প্রেমে মন দিতে পারব না। আর তাই কাউকে ঠকাতে পারব না। সেরকম সময় এলেই প্রেম করব।’

এরপরেই নায়িকা বললেন, আগে মনে হতো একে ছাড়া বাঁচব না। মা-ও অনেক কষ্ট পেয়েছে।

‘শিখে গেছি। সময় তো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। ছোটবেলায় কান্নাকাটি করেছি অনেক। আগে মনে হত একে ছাড়া হয়তো বাঁচতে পারব না। এখনও সেটা মনে হয়। তবে আমি নিজেকে সামলাই এটা বলে যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে ভালো রাখা। আমি ভালো থাকলেই, আমার মা ভালো থাকবে। আর মা আমার জন্য অনেক কষ্ট করেছে।’

উল্লেখ্য, সম্প্রতি শুটিং হয়েছে দেবচন্দ্রিমার নতুন ওয়েব সিরিজ প্রেমে বারণ। আগামী, 14 ফেব্রুয়ারি থেকে হইচইতে দেখা যাবে এটি। রণ আর মিতুলের কাঁটামাখা মিষ্টি প্রেমের গল্প বলবে ‘প্রেমে পড়া বারণ’।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন