Covid 19: করোনা আক্রান্ত প্রসেনজিৎ

কোভিড পজিটিভ অভিনেত্রী স্বস্তিকা

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করোনায়(Covid 19) আক্রান্ত। একের পর এক সেলেবদের গত কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি হলেন টলিউডের বুম্বাদা।

বুধবার সেই খবর নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল পেজে এই খবর শেয়ার করে তিনি লেখেন, দুর্ভাগ্যবশত তিনি করোনায় আক্রান্ত, ডাক্তারের পরামর্শ নিয়েছেন তিনি, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে।

   

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট চোখে পড়া মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভরিয়ে দিল ভক্তমহল।

এদিকে এদিনই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বুধবার একটি মজার পোস্টে সকলের সঙ্গে এই কথা শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “এবারও যাদের হচ্ছে না, তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচির তালিকায় নেই…”

এরপর মজা করে যমের সঙ্গে স্বস্তিকার একটি আলোচনা পর্বও লেখেন। যেখানে যম তাঁকে প্রশ্ন করছে আপনি কি কো-ভার্জিন? প্রসঙ্গত যাঁরা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হননি, তাঁদের কো-ভার্জিন বলা হচ্ছে। স্বস্তিকার উত্তর- আমি নেগেটিভ স্যার।

বলা বাহুল্য, করোনার থাবা চওড়া হচ্ছে টলিপাড়ায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন