Swara Bhasker: গোপনে কাকে বিয়ে করলে ‘বিতর্কিত’ স্বরা? বলিপাড়ায় জোর গুঞ্জন

শুধুমাত্র বলিউড নয়। কেন্দ্র-সরকার বিরোধী মন্তব্যের কারণে বারবার খবরের শিরোনামে থেকেছেন এই বলি তারকা স্বরা ভাস্কর (Swara Bhasker)।

swara bhaskar

short-samachar

শুধুমাত্র বলিউড নয়। কেন্দ্র-সরকার বিরোধী মন্তব্যের কারণে বারবার খবরের শিরোনামে থেকেছেন এই বলি তারকা স্বরা ভাস্কর (Swara Bhasker)। এবার তাঁর বিয়ে নিয়েও চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আবারও সংবাদ শিরোনামে তিন৷ শোনা যাচ্ছে, গোপনে চলতি বছরের শুরুতেই বিয়ের কাজ সেরে ফেলেছেন স্বরা। পাত্রের নাম ফাহাদ আহমেদ যিনি নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।

   

ছাত্র আন্দোলনের সঙ্গে বরাবর সক্রিয় ভাবে যুক্ত থাকতে দেখা গেছে স্বরাকে। সমাজবাদী পার্টির মহারাষ্ট্র ও মুম্বইয়ের যুব সংগঠনের সভাপতি পদে আসিন রয়েছেন তিনি। মিছিলেই আলাপ দুই জনের। মিছিলও থেকেই শুরু বন্ধুত্ব। সেখান থেকেই পরে প্রেম দুই জনের। জানা যাচ্ছে, গত মাসের ছয় তারিখে কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন তাঁরা।

কিন্তু তাঁদের গোপনে বিয়ের কথা জানাল কে? জানা গেছে, নিজেই এক ভিডিও প্রকাশ করে একথা শেয়ার করেছেন স্বরা। ২০২০ সালে মার্চ মাসে তাঁদের হোয়াটসঅ্যাপে কথা শুরু হয়। বোনের বিয়েতে স্বরাকে আমন্ত্রণ জানান ফাহাদ। পরে একসঙ্গে একাধিক মিছিলে পায়ে হাঁটেছেন। গত মাসেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। পরিবারের সবার অনুমতিতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন তাঁরা।

এর আগে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে স্বরা ভাস্করকে। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রিত অনুষ্ঠানে আবার কখনও রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছেন তিনি। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে চার হাত এক করলেন অভিনেত্রী।