Cleiton Silva: এই তিন বড় আইএসএলের ক্লাবের প্রস্তাব পেল ক্লেটন সিলভা

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে অসামান্য পারফরম্যান্স দিচ্ছেন ক্লেটন (Cleiton Silva)৷ এখন তার’ই দল ছাড়াকে কেন্দ্র করে একটা বিরাট পরিমাণ জল্পনার সৃষ্টি হয়েছে।

Cleitin Silva and Eliandro duo may fruitful for Emami East Bengal

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে অসামান্য পারফরম্যান্স দিচ্ছেন ক্লেটন (Cleiton Silva)৷ এখন তার’ই দল ছাড়াকে কেন্দ্র করে একটা বিরাট পরিমাণ জল্পনার সৃষ্টি হয়েছে।

ক্লেটন সিলভার কাছে এই মুহূর্তে তিন চারটি বড় ক্লাবের প্রস্তাব আছে। তবে কেন তিনি দল ছাড়তে চলেছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। লাল-হলুদের সমর্থকদের কাছেও এখনো বোধগম্য নয়। শোনা যাচ্ছে এই মুহূর্তে ক্লিটন সিলভার কাছে জামশেদপুর এফসি, চেন্নাইয়ান এফসি এবং ওড়িশা এফসি তাকে প্রস্তাব দিয়ে রেখেছে। শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান’ও ক্লিটনকে প্রস্তাব দেওয়ার ব‍্যাপারে চিন্তা ভাবনা করছে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরনবাঁচন ম‍্যাচের আগে সুখবর পেল মোহনবাগান

লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের সাথে ক্লিটন সিলভার বেশ ভালো সম্পর্ক আছে। তাই কোচের কারণে দল ছাড়তে চাইছে ক্লিটন,এমনটা নয়। সিলভা নিজেও চান থাকতে। কিন্তু কোথাও একটা সমস্যা তৈরী হচ্ছে। আমরা দেখেন ব্রাইটের মতো ফুটবলারকেও ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। স্টেইনম‍্যান,পিলকিংটনের মতো ফুটবলারদের ও ধরে রাখতে পারেনি লাল-হলুদ শিবির।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বেঙ্গালুরু জেতায় কঠিন হল মোহনবাগানের প্লে অফে যাওয়ার অঙ্ক

পরিস্থিতি এখন এমন’ই যে সিলভাকে ধরে রাখটাই এখন অন‍্যতম চ‍্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে। এই মরশুমে দলের ফুটবলারদের যা পারফরম্যান্স তাতে, মহেশ এবং সিলভাকে অন্তত ধ‍রে রাখা উচিত লাল হলুদ শিবিরের, শেষ অবধি কি হয়,এখন সেটাই দেখার বিষয়।