Shahrukh and Baijus: শাহরুখ ও বাইজুসকে ক্ষতিপূরণের নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের

Consumer protection court orders compensation to Shahrukh and Baijus

বাইজুস-কে ঘিরে একাধিক অভিযোগ, তৈরি হয়েছে বিতর্কও। গত শনিবার বাইজুস-এর বেঙ্গালুরুর অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাইজুসের সাথে নাম জড়াল এবার সংস্থার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের (Shahrukh) নামও। মধ্য প্রদেশের এক জেলা ক্রেতা সুরক্ষা আদালতে বাইজুস-এর ম্যানেজার এবং শাহরুখ খানের নামে অভিযোগ জানিয়েছিল প্রিয়াঙ্কা দীক্ষিত।

প্রসঙ্গত, আইএএস (IAS) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রদেশের ওই যুবতী। ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা দীক্ষিত আদালতে অভিযোগ জানান সংশ্লিষ্ট এডুটেক সংস্থাকে ১.৮ লক্ষ টাকা কোচিং-এর ফি বাবাদ দিয়েছিলেন তিনি।

   

আইএএস-এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ২০২১ সালে ভর্তি হলেও কোনওরকম কোচিং-এর সুবিধা পাননি তিনি। এই অভিযোগের ভিত্তিতেই আদালত রায় দিল। প্রিয়াঙ্কা দীক্ষিতকে তাঁর কোচিং-এর ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোট অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কনজিউমার কোর্ট।

অভিযোগকারিণীর দাবি, বাইজুস ‘মিথ্য এবং বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দেখে ওই কোর্সে ভর্তি হওয়ার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। বারবার তাঁকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফিরত দেয়নি বাইজু।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ই জানুয়ারি প্রকাশিত বিজ্ঞাপন দেখেই প্রভাবিত হয়েছিলেন তিনি, কোর্টকে জানান প্রিয়াঙ্কা। সেইসময় শাহরুখ খান ছিলেন সংস্থার প্রচারের মুখ।

ক্রেতা সুরক্ষা আদালতের তরফে জানানো হয়, প্রিয়াঙ্কাকে শুধু তাঁর জমা দেওয়া ফি (১.৮ লক্ষ টাকা) ফিরত দিলেই চলবে না। সঙ্গে দিতে হবে ১২% বার্ষিক সুদ। মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কা দীক্ষিতকে ৫,০০০ টাকা দিতে হবে, সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জেরে আরও ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ দিতে হবে’।

বাইজুর স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথভাবে অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই টাকা ফিরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩০ দিনের মধ্যে টাকা ফেরত ও ক্ষতিপূরণের মূল্য চোকাতে হবে বাইজুস এবং শাহরুখ খানকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন