Cheeni Actress: জলসার নতুন ‘চিনি’ বিজয়লক্ষ্মী, বললেন লড়াইয়ের গল্প

Cheeni Actress: ‘আমার কাছে কাজটা ফ্রেশ। আমার দিক থেকে আমি ১০০% দেবই। আমি নিজের কাজে ফোকাসড। আমার বিশ্বাস কাজটা ভালো হবে, প্রতিটা কাজ নিজের জন্য…

Cheeni Actress

Cheeni Actress: ‘আমার কাছে কাজটা ফ্রেশ। আমার দিক থেকে আমি ১০০% দেবই। আমি নিজের কাজে ফোকাসড। আমার বিশ্বাস কাজটা ভালো হবে, প্রতিটা কাজ নিজের জন্য চ্যালেঞ্জ। সেটা এখন শুরু করি, কী দু-দিন পরে শুরু করি। এটা নিজের সাথে নিজের লড়াই। আগে কী হয়েছে সেটা ভাবছি না, আমি বর্তমানের উপরই ফোকাস করছি।’ সম্প্রতি, জলসায় শুরু হতে চলা নিজের নতুন সিরিয়াল নিয়ে এমনটাই বললেন চিনি অভিনেত্রী বিজয়লক্ষ্মী।

এতদিন রুপোলি পর্দা থেকে কেন দূরে সরেছিলেন অভিনেত্রী। উত্তরে নায়িকা বললেন, রানু পেল লটারি শেষ হওয়ার পরেই কোডিভ এসে সবটা তছনছ করে দিয়ে যায়। এরপরে বেশ কিছু অফার আবার তালেগোলে বেরিয়ে গিয়েছে। নায়িকার মনে হয়েছে হয়ত সেটা সঠিক সময় ছিল না। তাই হয়নি। আর এখন এটাই হয়ত সঠিক সময়। আপতত চিনি সিরিয়ালে নিজের সেরাটা দিতে চান নায়িকা। এরপরেই দর্শকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আশা করি প্রত্যেকবারের মতো এবারও দর্শকদের আর্শীবাদ আর ভালোবাসা সঙ্গে থাকবে।’

চিনি সিরিয়ালের গল্পটা কেমন? উত্তরে অভিনেত্রী বললেন, এই ধরনের গল্প বাংলা টেলিভিশনের ইতিহাসে আগে দেখা যায়নি। এটা অনেকটা থ্রিলার লাভ স্টোরির মতন। এই মেয়েটার চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে অন্যরকমভাবে তৈরি হতে হচ্ছে। এটা ওই একটা চ্যালেঞ্জের মতন। বিজয়ালক্ষ্মীর কথায়, ‘চ্যালেন্জ নিতে আমার ভালো লাগে। কারণ তাহলে আমি নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতাটা করতে পারি।’

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Star Jalsha (@starjalsha)