জল্পনার অবসান, ঘাটালে প্রার্থী দেবই!

অবশেষে জল্পনার অবসান৷ দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ এই নিয়ে কোনও বিভ্রান্তি নেই৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ শুধু তাই নয় জানা গিয়েছে, আসন্ন…

Dev

অবশেষে জল্পনার অবসান৷ দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ এই নিয়ে কোনও বিভ্রান্তি নেই৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ শুধু তাই নয় জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন দেব ওরফে দীপক অধিকারী৷ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বৈঠক সফল বলেই মত তৃণমূল শিবিরের৷

বিগত বেশ কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল, দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন৷ অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন৷ এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে দীপক অধিকারী তিনটি চিঠি পাঠান৷ জানা যায়, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি ও ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি৷

এরপরই জল্পনা আরও জোড়াল হয়৷ কিন্তু জল্পনার অবসান ঘটে শনিবার৷ এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব৷ এরপর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলতে যান সাংসদ৷

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ দেবের সঙ্গে দলের কখনওই কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিল না বা হয়নি৷ দলের কিছু ব্যক্তির সঙ্গে তাঁর মতপার্থক্য থাকতে পারে৷ সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর৷ ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি, তা প্রায় নিশ্চিত৷