জয়ের স্বাদ নোনতা, কানাডায় ট্রুডোর হ্যাট্রিক সরকার

নিউজ ডেস্ক: পরপর তিনবার জয়ী। তবে জয়ের স্বাদ মিঠে নয় বরং নোনতা। বিবিসি জানাচ্ছে, কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো। তাঁর দল লিবারেল পার্টি অল্প ব্যবধানে…

Justin Trudeau

নিউজ ডেস্ক: পরপর তিনবার জয়ী। তবে জয়ের স্বাদ মিঠে নয় বরং নোনতা। বিবিসি জানাচ্ছে, কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো। তাঁর দল লিবারেল পার্টি অল্প ব্যবধানে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।

এই নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন। নির্বাচনে লিবারেলরা ১৫৬টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ১৭০টি আসন।

   

বিরোধী দল কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং মোটামুটি ১২২টির মতো আসনে জয়ী হবে বলে আশা করা হচ্ছে।

বিবিসি রিপোর্টে বলা হয়,মঙ্গলবার মধ্যরাতে মন্ট্রিয়েলে তার সমর্থকদের সামনে দেয়া ভাষণে জাস্টিন ট্রুডো বলেন, এখনো অনেক ভোট গোনা বাকি আছে। কিন্তু আজ রাতে আমরা যা দেখেছি তাতে এটা স্পষ্ট কানাডার মানুষ প্রগতিশীল পরিকল্পনাকেই বেছে নিয়েছেন।

কানাডায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্যে এই নির্বাচন হয়েছে। এটি ছিল কানাডার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। এতে খরচ হয়েছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার।