Bonny- Koushani: সমুদ্র সৈকতে আরো কাছাকাছি বনি কৌশানী

বাংলা সিনেজগতে অফ স্ক্রিন জুটিদের মধ্যে বনি সেনগুপ্ত,কৌশানী মুখার্জী( Bonny sengupta Koushani Mukherjee) অন্যতম জনপ্রিয়। অনস্ক্রিন তাদের যেমন দেখা যায় তেমনই অফ স্ক্রিন তাদের দেখা…

Bonny Sengupta

বাংলা সিনেজগতে অফ স্ক্রিন জুটিদের মধ্যে বনি সেনগুপ্ত,কৌশানী মুখার্জী( Bonny sengupta Koushani Mukherjee) অন্যতম জনপ্রিয়। অনস্ক্রিন তাদের যেমন দেখা যায় তেমনই অফ স্ক্রিন তাদের দেখা যায় বিভিন্ন সময় নিজেদের মতো মুহূর্ত কাটাতে। এবার তাদের দেখা গেল সমুদ্র সৈকতে। একেবারে হিন্দি গানে মঝেছেন দুজন। খানিক সমুদ্রের জল, খানিক প্রাকৃতিক সৌন্দর্য, আর অনেকখানি রোমান্স নিয়ে সময় কাটাচ্ছেন দুজন। নিজেদের অমূল্য কিছু সময়ের মধ্যে কিছু সময় একটি রিলের সামনে তুলে ধরেছেন। প্রসঙ্গত বহুদিন থেকেই সম্পর্কে আছেন বনি কৌশানী। এবং শুরু থেকেই নিজেদের সম্পর্কে যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখেছে তারা। 

Advertisements

সম্প্রতি শেষ তাদের ” তুমি আসবে বলে”ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ।এছাড়াও এর আগে ২০১৫সালে “পারবো না আমি ছাড়তে তোকে” ছবিতে অভিনয় করে তারা দুজনে। এছাড়াও বাংলা সিনেমা যেমন “তোমাকে চাই “, ” জানবাজ “সিনেমাতে তাদের একসঙ্গেই দেখা যায়।

Advertisements