বিনোদন জগতে ফের ‘মি-টু’ অভিযোগ, ‘জোশ’ ছবিতে শাহরুখের সহ অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor) বিরুদ্ধে অভিযোগ মহিলার । বর্তমানে যৌন হেনস্থা গুরুতর অভিযোগের মুখে পড়েছেন শরদ কাপুর । এক ৩২ বছর বয়সী মহিলার অভিযোগ (Actress complaint) করেন শরদ কাপুর তার সঙ্গে পেশাদার আলোচনার অজুহাতে তাকে বাড়িতে ডাকেন। সেখানে তাকে যৌন হেনস্থার চেষ্টা করেন।
৩২ বছর মহিলার অভিযোগ (Actress complaint) অনুযায়ী, শরদ কাপুর (Sharad Kapoor) তাকে প্রথমে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন । সেখানে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। কিছুদিন পর, শরদ তাকে ভিডিও কল করে এক শুটিং প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য দেখা করতে বলেন। অভিনেতা ৩২ বছর মহিলাকে তার অফিসে আসতে বলেন, কিন্তু মহিলা সেখানে পৌঁছানোর পর বুঝতে পারেন, এটি আসলে শরদের অফিস নয়, বরং তার বাড়ি।
মহিলা আরো (Actress complaint) জানিয়েছেন, শরদের (Sharad Kapoor) বাড়িতে পৌঁছানোর পর, শরদ রান্নাঘর থেকে বেডরুমে চলে যান। সেখানে শারদ তাকে পোশাক পরে কাজ নিয়ে আলোচনা করতে বলেন। কিন্তু মহিলা বেডরুমের দরজায় পৌঁছানোর পর দেখেন শারদ কাপড় ছাড়া বসে ছিলেন। মহিলার অভিযোগ, শরদ তাকে পেছন থেকে ধরে অযৌক্তিকভাবে আলিঙ্গন করার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যবশত, মহিলাটি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনার পর ওই মহিলা ২৭ নভেম্বর খার থানায় অভিযোগ দায়ের করেন (Actress complaint) । পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শরদ কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে, শরদ কাপুর এখনও এই বিষয়ে কোনো বিবৃতি দেননি।
শরদ কাপুর (Sharad Kapoor) ‘তামান্না’, ‘দস্তক’, ‘ত্রিশক্তি’, ‘জোশ’, এবং ‘ইসকি তোপি উসকে সার’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই অভিযোগে বিনোদন দুনিয়ায় ফের একবার অস্থিরতা সৃষ্টি হয়েছে ।
খার পুলিশ এখন শরদ কাপুরের (Sharad Kapoor) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ (নারীর বিরুদ্ধে আক্রমণ বা অপরাধমূলক বল), ৭৫ (যৌন হয়রানি) এবং ৭৯ (মহিলার মর্যাদা অবমাননা) ধারা অনুযায়ী এফআইআর নথিভুক্ত করেছে। পুলিশের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।