Celina Jaitly: সেলিনাকে নিয়ে পাক-সমালোচকের অশালীন মন্তব্যের রেশ পৌঁছল বিদেশ মন্ত্রকে

ফারদিন এবং ফিরোজ খানের সঙ্গে অভিনেত্রী সেলিনা জেটলির (Calina Jaitly) সম্পর্কের বিষয়ে অশালীন মন্তব্য। ভারী মূল্য দিতে হল পাকিস্তানের সমালোচককে।

Celina Jaitly

ফারদিন এবং ফিরোজ খানের সঙ্গে অভিনেত্রী সেলিনা জেটলির (Celina Jaitly) সম্পর্কের বিষয়ে অশালীন মন্তব্য। আর তার ভারী মূল্য দিতে হল পাকিস্তানের সমালোচককে। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন ভারতের বিদেশ মন্ত্রক। বালা সুন্দরী অভিনেত্রী সেলিনা জেটলিকে নিয়ে পাকিস্তানি সমালোচকের অশালীন মন্তব্য এবার তার উপরেই ভারী পড়ল। পাকিস্তানি সমীক্ষক অভিযোগ করেছিলেন যে, সেলিনা জেটলির সঙ্গে ফারদিন খান এবং তার বাবা ফিরোজ খানের সম্পর্ক ছিল।

এই বছরের শুরুতে, সমালোচক সেলিনা জেটলি সম্পর্কে টুইট করেছিলেন। পরিপ্রেক্ষিতে অভিনেত্রীও তাকে টুইট করে উপযুক্ত জবাব দিয়েছিলেন। পরে সেলিনা জেটলি এ বিষয়ে বিদেশ মন্ত্রক এবং মহিলা কমিশনকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

   

এরপরই গোটা বিষয়টি পৌঁছে যায় ভারতের বিদেশ মন্ত্রক ও মহিলা কমিশনের কাছে। এ বিষয়ে এখন অ্যাকশন মোডে বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের কাছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর হয়রানির বিষয়টি তুলেছে। ন্যাশনাল কমিশন ফর উইমেনকে পাঠানো এক চিঠিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, পাকিস্তান থেকে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।

সেলিনা জেটলি নিজেই চিঠিটি শেয়ার করে বিদেশ মন্ত্রকের পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন এবং একটি দীর্ঘ নোটও শেয়ার করেছেন। সেলিনা জেটলি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে, কয়েক মাস আগে একজন পাকিস্তানি চলচ্চিত্র সমালোচক উমাইর সান্ধু আমার সম্পর্কে মিথ্যা দাবি করেছিলেন। আসলে, উমাইর সান্ধু নিজেকে একজন চলচ্চিত্র সমালোচক বলে এবং টুইটারে ভারতীয় সেলিব্রিটিদের সম্পর্কে আপত্তিকর এবং বিভ্রান্তিকর দাবি করে চলেছেন।

Advertisements

এরসঙ্গেই টুইট করার সময়, অভিনেত্রী তার এবং ফিরোজ খানের সম্পর্কের কথাও লিখেছেন। সেলিনা জানিয়েছেন, ফিরোজ খান আমার মেন্টর ছিলেন এবং ফারদিন খানের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। এমন অভিযোগে আমি গভীরভাবে মর্মাহত।

সেলিনা জেটলিকে প্রয়াত অভিনেতা ফিরোজ খান তার ছেলে ফারদিন খানের সঙ্গে ২০০৩ সালের জনশীনের পর চলচ্চিত্রে অভিনয়ে বিরতি দিয়েছিলেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News