Subhashree Ganguly: নেট দুনিয়া আজ শুভেচ্ছা বার্তায় ছেয়ে গিয়েছে ‘হাসির রানী’র জন্মদিন উপলক্ষ্যে 

Subhashree Ganguly

“বার বার দিন ইয়ে আয়ে/ বারবার দিল ইয়ে গায়ে / তুম জিও হাজারো সাল হ্যাপি বার্থডে টু ইউ”- এই গানটা শুনলেই এক ঝটকা মনে হয় যে কারো জন্মদিন পালন করা হচ্ছে। আজ ৩রা নভেম্বর, টলিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির(Subhashree Ganguly) জন্মদিন। গতকাল রাত বারোটা বাজা মাত্রই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অভিনেত্রীর ভক্তরা অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানাতে শুরু করে দিয়েছে।

Advertisements

এদিকে, ইতিমধ্যে একপ্রস্ত জন্মদিন পালন করা হয়েও গেছে। বাংলার পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রীয়ের জন্মদিন উপলক্ষে মধ্যরাতেই অভিনেত্রীর ২টি কেক সহযোগে জন্মদিন পালন করা হয়েছে। পরিচালকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে তিনি তার অভিনেত্রী স্ত্রী এর জন্মদিন পালন করছেন।

   

https://www.instagram.com/reel/CkfDVPgpMQJ/?utm_source=ig_web_copy_link

Advertisements

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে কমেন্ট বক্স। অভিনেত্রী ২০০৮সালে এক ওড়িয়া সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং পরবর্তীকালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন।