বাবার জন্মদিনে সম্পূর্ণা লাহিড়ির অভিনব উদ্যোগ।এদিন সম্পূর্ণা সপরিবারে কলকাতার বুকে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে সারাদিন কাটালেন।শিশুদের নিয়ে সারাদিন আড্ডা গল্প ও খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে চলেছে তাঁর বাবার জন্মদিনের দেদার সেলিব্রেশন।তাঁর এই অভিনব প্রয়াসে খুশি অনাথআশ্রমের ছোট ছোট শিশুদের সঙ্গে সেবিকারাও।অভিনেত্রী এদিন সমস্ত ব্যস্ততা ভুলে গিয়ে শিশুদের মধ্যেই খুঁজে পেয়েছেন নিজের হারিয়ে যাওয়া শৈশবকে।
সম্পূর্ণা ২০১২ সালে নিজের অভিনয়ে জীবন শুরু করেছিলেন। ছোট বড় একাধিক চরিত্রে তিনি বারে বারে ফিরে এসেছেন দর্শকদের কাছে। ২০১৯ সালের শেষের দিকে বন্ধ হয়ে যায় ধারাবাহিক নজর।নজর বন্ধ হয়ে যাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি টেলিভিশনের পর্দায়।এই মুহূর্তে সম্পূর্ণা প্রযোজনার কাজেও হাত দিয়েছেন।তাঁর প্রযোজিত প্রথম ছবি হল মিনি।কিন্তু যে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের প্রযোজনা সংস্থা খুলে থাকেন,বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়,তিনি নিজেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে থাকেন।
কিন্তু এই ব্যাপারে একদমই বিশ্বাসী নন সম্পূর্ণা।তাই প্রযোজক হিসেবে তাঁর ডেবিউ ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবিটি শীঘ্রই মুক্তি পাবে।সম্পূর্ণার প্রযোজনা সংস্থাটির নাম হল ‘স্মল টক আইডিয়াস’।রাহুলের সঙ্গে এই সংস্থাটি খুলতে পেরে খুশি অভিনেত্রী।মিনি তাদের প্রযোজনা সংস্থার প্রথম কাজ।ভবিষ্যতে আরও অনেকগুলি কাজের পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন সম্পূর্ণা।