Tuesday, November 28, 2023
HomeWorldBangladeshPorimoni: কবুল বলার আগেই সন্তানসম্ভবা, কখনও ৩ টাকায় বিয়ে! পরীমণি বরাবরই বিয়ে...

Porimoni: কবুল বলার আগেই সন্তানসম্ভবা, কখনও ৩ টাকায় বিয়ে! পরীমণি বরাবরই বিয়ে পাগলি

পরীমণি বলেছিলেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না'

ঢালিউডে জোর গুঞ্জন পরী আবারও কারো ঘরে ঢুকতে চলেছেন। ও বিয়ে পাগলি ! কে সেই ব্যক্তি যাকে পরীমণি (Porimoni) বিয়ে করবেন? এই প্রশ্নে সীমান্তের ওপারে টলিউডেও গুজগুজ প্রবল। তাতে কটাক্ষ, এবার ছেলে কোলে নিয়ে কার ঘরে ঢুকবে পরী? বাংলাদেশি অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি পরীমণির সাথে বরাবর তুলনা হয় টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জির। তিনিও একটার পর একটা বিয়ে করে বিয়ে পাগলি হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে বিয়ে করা ও সংসার ভাঙার নজির গড়েছেন ঢাকার পরীমণি।

   

সর্বশেষ অভিনেতা শরিফুল রাজের সাথে সংসার করছিলেন পরীমণি। রাজকে বিয়ের আগেই সন্তানসম্ভবা হন পরী। সেকথা ফলাও করে প্রচার করেন। সন্তানসম্ভবা হয়েই পরী ‘কবুল’ করেছিলেন রাজকে। তাঁদের সন্তান রাজ্য। তবে এই বিয়েও টেকেনি। পঞ্চমবার বিয়ে ভাঙলেন পরী। তিনি ডিভোর্স লেটার পাঠিয়েছেন। রাজও বিচ্ছেদের পথে বলে জানা যাচ্ছে। তবে পরীমণির তরফে অভিযোগ, রাজ পরকীয়ায় জড়িত। এর পরেই উঠে আসছে পরীমণির জীবনের গুচ্ছ গুচ্ছে কাহিনী। তিনিও বহুগামী বলে অভিযোগ। সবমিলে পরীমণি তীব্র চর্চিত।

বিয়ে ভাঙার সুবাদে আলোচিত হচ্ছে পরীমণির প্রাক্তন স্বামীদের কথা। সেই প্রসঙ্গে উঠে আসছে ঢালিউডি অভিনেত্রীর তিন টাকায় বিয়ের প্রসঙ্গটি। ইসলামি রীতি অনুসারে বিয়ের সময় পাত্রীপক্ষের দাবি মতো পাত্রের তরফে দেনমোহর (সিকিউরিটি মানি) চুক্তি করতে হয়। বিয়ের কবুলনামায় সেই টাকার পরিমান উল্লেখ থাকে। বিচ্ছেদ হলে স্বামীর তরফে ওই লিখিত টাকা পান মহিলা। এই রীতি অনুসারে পরীমণি তাঁর একাধিক বিয়ের একটিতে মাত্র তিন টাকা সিকিউরিটি মানি বাবদ নিয়েছিলেন।

বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রনির সাথে পরীমণির বিয়ে হয়েছিল তিন টাকা দেনমোহরে। পরীমণি বলেছিলেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না?’ সেই বিয়ে পরে ভেঙে যায়। ফের বিয়ের পথে নেমে পড়েন পরীমণি। ব্যক্তিগত জীবন পরীমণির অশান্ত। বাবা ও মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তিনি নিজে মাদক মামলায় জড়িয়ে জেলে ছিলেন। 

Latest News