মাদক মামলায় জেল খেটে পরীমণি এখন নতুন ফ্ল্যাটে

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে তীব্র আলোচিত শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)। সম্প্রতি মাদক মামলায় জেল খেটে এসেছেন। এবার তিনি দিলেন নতুন ফ্ল্যাটের ছবি। ফেসবুকে…

Porimoni

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে তীব্র আলোচিত শামসুন্নাহার স্মৃতি (পরীমণি)। সম্প্রতি মাদক মামলায় জেল খেটে এসেছেন। এবার তিনি দিলেন নতুন ফ্ল্যাটের ছবি। ফেসবুকে পরীমণি লিখেছেন জামাইকান সঙ্গীত শিল্পী বব মার্লের একটি উক্তি। এর বাংলায় অনুবাদ হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’

ঢাকার অভিজাত বনানীর সেই ফ্ল্যাট যেখান থেকে পরীমণিকে গ্রেফতার করা হয় সেই ফ্ল্যাটে আর ফেরেননি পরীমণি। নতুন ফ্ল্যাটের ছবি দিয়ে ফের শোরগোল ফেলে দিলেন।

মাদক মামলায় ২৭ দিন জেল খেটে শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি। ওইদিন বনানীর ফ্ল্যাটে ফিরেই পরী জানান তাঁকে সেটি ছাড়তে হবে। নিরাপত্তা সমস্যার কারণেই পরিবর্তন করবেন বলে তখন জানান। পরীমণি তখন বলেন, ‘চাই না আমার জন্য ভবনের অন্য বাসিন্দাদের সমস্যা হোক’।

পরীমণির বিরুদ্ধে নিষিদ্ধ ইয়াবা মাদক পাচার, বিকৃত যৌন ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করে ঢাকা মহানগর পুলিশ। তাঁর ফ্ল্যাট তল্লাশি করে বিপুল পরিমাণ মদ, মাদক উদ্ধার করা হয়। যৌন ব্যবসার বিভিন্ন কনট্যাক্ট বাজেয়াপ্ত করে পুলিশ।

তবে পরীমণি এই তল্লাশির আগে নিজেই সাংবাদিক সম্মেলন করে ঢাকার উত্তরা বোট ক্লাবে গিয়ে আক্রান্ত ও ধর্ষকদের কবলে পড়েন বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বাংলাদেশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিনের নির্দেশে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়। অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিনকে আটক করে পুলিশ। পরে তিনি জামিন পান। তিনিও পরীমণির বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করবেন বলে জানান। এর পরেই পরীমণি জড়ান মাদক মামলায়। সেই মামলায় পুলিশের তদন্তে উঠে এসেছে পরীমণির নিষিদ্ধ ব্যবসা পশ্চিমবঙ্গের টলিউড চলচ্চিত্র মহলেও ছড়িয়ে।