Bangladesh: খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিক্ষোভে পুলিশের গুলি, জখম সাংবাদিকরাও

News Desk: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেশত্যাগে অনুমতি দেওয়া হোক। এই দাবিতে সোমবার বাংলাদেশের সর্বত্র বিক্ষোভ সমাবেশ করে অন্যতম বিরোধী দল বিএনপি।…

nator

News Desk: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য দেশত্যাগে অনুমতি দেওয়া হোক। এই দাবিতে সোমবার বাংলাদেশের সর্বত্র বিক্ষোভ সমাবেশ করে অন্যতম বিরোধী দল বিএনপি। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয় নাটোরে।

নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন জখম হয়েছেন।

khaleda zia

বিএনপি নেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলটির নেতাকর্মীরা। ভিড়ের চাপে সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। পুলিশ আসলে শুরু হয় বিশৃঙ্খলা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু ককে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে। সংঘর্ষে থানার ওসি সহ কয়েকজন সাংবাদিক জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

অন্যদিকে ঢাকার প্রেসক্লাবের সামনেও বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। অভিযোগ মিছিল থেকে হামলা করা হয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ। তাঁর পরিবার ও দলের তরফে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার আবেদন খারিজ করেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতির মামলায় জেলে ছিলেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি জেলে থেকে ছাড়া পান। তবে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।