Bangladesh: ভারত বিরোধী মন্তব্য, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কুকথা, ধৃত ইসলামি প্রবক্তা

নিউজ ডেস্ক: সোশ্যাল সাইটে দিনের পর দিন ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, বাংলাদেশের (Bangladesh) পুলিশকে হিন্দুস্তানি রাজাকার, র এজেন্ট বলা বিতর্কিত ইসলামি প্রবক্তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা…

Mufti Kazi ibrahim

নিউজ ডেস্ক: সোশ্যাল সাইটে দিনের পর দিন ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য, বাংলাদেশের (Bangladesh) পুলিশকে হিন্দুস্তানি রাজাকার, র এজেন্ট বলা বিতর্কিত ইসলামি প্রবক্তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে, ধৃতের নাম কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি একজন ধর্মীয় বাচন দেওয়া ব্যক্তি। তিনি সোশ্যাল সাইটে যা সব মন্তব্য করেছেন তার সত্যতা জানতে জেরা করা হবে।

বিবিসি জানাচ্ছে, ধৃত কাজী মহম্মদ ইব্রাহিম ঢাকার লালমাটিয়া এলাকার বাসিন্দা। তিনি ধর্মীয় জমায়েতে নানারকম বিতর্কিত বক্তব্য দেন। এই কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার যেমন বিপুল ফলোয়ার রয়েছ, তেমনি তাকে নিয়ে সমালোচনা কম নেই।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলেন, অনলাইনে “ঘৃণাসূচক, অসত্য ও ভিত্তিহীন বক্তব্য প্রচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে”।
সোমবার রাতে এই উস্কানিমূলক মন্তব্যকারী কাজী মহম্মদ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান শুরু করতেই স তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ২০ মিনিট ধরে ভাষণ দেন। সেখানে তাকে বলতে দেখা যায়, “হিন্দুস্তানি রাজাকার, র-য়ের গুণ্ডারা এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে”।

এই ধর্মীয় প্রবক্তার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বাংলাদেশবাসীদের বেশিরভাগ ও পুলিশ প্রশাসনকে ভারতের এজেন্ট বলে চিহ্নিত করেন। এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় টিকা দান কর্মসূচির প্রবল বিরোধিতা করেন।
বিবিসি জানাচ্ছে, বিতর্কিত এই ইসলামি প্রবক্তার দাবি তিনি “স্বপ্নে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র” বের করেছেন। তার আরও দাবি, “ভ্যাকসিন দিয়ে মানুষের শরীরের সব প্রাইভেসি নিয়ে নিচ্ছে”, “টিকা নিয়ে মেয়েরা ছেলে হয়ে যাবে”। তার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর ট্রল হয়েছে। ইউটিউবে তার এক একটা বক্তব্যের ভিডিও লাখ লাখ বার দেখা হয়।