Nigeria: মসজিদের ভিতর গুলির ঝড়, নাইজেরিয়ায় রক্তাক্ত পরিস্থিতি

News Desk: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলা হয়েছে। আল জাজিরার খবর, কমপক্ষে ১৮ জন নিহত।     নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে হামলা…

northern-nigeria

short-samachar

News Desk: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলা হয়েছে। আল জাজিরার খবর, কমপক্ষে ১৮ জন নিহত।

   

নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। মসজিদে ঢুকে শুরু করে গুলি চালনা। ঘটনাস্থলেই অনেকে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। অন্তত ২০ জন জখম হয়েছেন।   নাইজার প্রদেশের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।

নাইজেরিয়া বারবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। ইসলামিক স্টেটের শাখা হিসেবে বোকো হারাম জঙ্গি সংগঠন হামলা চালায়। তবে এবারের হামলায় জঙ্গি যোগ নেই বলে জানাচ্ছে নাইজার প্রদেশ পুলিশ।

নাইজেরিয়ায় জঙ্গি হামলা রুখতে সেনা অভিযানে বহু বোকো হারাম জঙ্গি মৃত। তবে স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও গুলি চলে দেদার।