Lata Mangeshkar: লতা দিদিকে দেখে এলেন আশা ভোঁসলে, কী বললেন তিনি

বিশ্ব জুড়ে উদ্বেগ। কারণ কোকিল কন্ঠী আইসিইউতে চিকিৎসাধীন। মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গিয়ে নবতিপর দিদি লতাকে (Lata Mangeshkar) দেখে এলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁশলে। চিকিৎসাধীন…

Lata Mangeshkar: লতা দিদিকে দেখে এলেন আশা ভোঁসলে, কী বললেন তিনি

বিশ্ব জুড়ে উদ্বেগ। কারণ কোকিল কন্ঠী আইসিইউতে চিকিৎসাধীন। মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গিয়ে নবতিপর দিদি লতাকে (Lata Mangeshkar)
দেখে এলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁশলে।

চিকিৎসাধীন লতা মঙ্গেশকর সংকটজনক। তাঁকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো নয় এমনই জানিয়েছেন চিকিৎসক প্রতীত সামদানি। এর পরেই উদ্বেগ আরও বাড়ছে।

হাসপাতালে গিয়ে দিদিকে দেখে এলেন বোন আশা। তিনি জানান, দিদির অবস্থা একটু স্থির।

Advertisements

গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সি বর্ষীয়ান গায়িকা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। তাঁর চিকিৎসা করছেন চিকিৎসক প্রতীত সামদানি ও তাঁর দল। শিল্পীর সুস্থতা কামনা করে বিশেষ যজ্ঞ করেন অযোধ্যার পুরোহিতরা। জপ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাঁকে আইসিইউ-তে রাখা হয়।

লতা মঙ্গেশকরের বয়স ৯২ বছর। এত বয়সের কারণে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।