মাদক মামলায় ক্লিনচিট পেতেই দেশ ছাড়ার প্রস্তুতি আরিয়ানের

গতবছর মাদক মামলা (drug case) কান্ডে নাম জড়িয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। এবার সেই মাদক মামলা কাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট…

Aryan Khan

গতবছর মাদক মামলা (drug case) কান্ডে নাম জড়িয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। এবার সেই মাদক মামলা কাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট দিয়েছে এনসিবি। কোনও মাদক পাওয়া যায়নি বলেই আরিয়ানকে বেকসুর খালাস দিয়েছে NCB। এবার শোনা যাচ্ছে ক্লিন চিট হাতে পেতেই দেশ ছাড়ার তোড়জোড় শুরু করেছে আরিয়ান।

এতদিন মাদক মামলা চলার জন‍্য বিদেশে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। অবশেষে নির্দোষ প্রমাণিত হতেই দেশ ছেড়ে যাওয়ার জন‍্য তৈরি হচ্ছেন আরিয়ান। নিজের আসন্ন প্রজেক্টের উপরে কাজ এগোনোর জন‍্য আমেরিকায় যেতে চান আরিয়ান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে পাসপোর্ট ফেরত পেয়ে গেলেই যেখানে খুশি যেতে পারবেন তিনি।

এর আগে শোনা গিয়েছিল, একটি ওয়েব সিরিজের উপরে কাজ করছেন আরিয়ান। ক‍্যামেরার সামনে অভিনয় করার চাইতে ক‍্যামেরার পেছনের কাজেই তাঁর আগ্রহ বেশি। একটি OTT প্ল‍্যাটফর্ম নাকি ওয়েব সিরিজের স্বত্ব কেনার জন‍্য আগ্রহও দেখিয়েছে। সেই সিরিজের উপরে কাজ এগোনোর জন‍্যই মার্কিন মুলুকে যাওয়া জরুরি আরিয়ানের।

Advertisements

এদিকে আরিয়ান খানের দেশ ছাড়ার খবর সামনে আসতেই একাধিক মন্তব্য করছেন নেটিজেনরা। তাদের বক্তব্য এতদিন বাঁধা গরু ছাড়া পাচ্ছিল না। এবার ছাড়া পেয়েছেন। তাই তড়িঘড়ি দেশ ছাড়তে চায়।