প্রকাশ্যে এল সাভারকরের ফার্স্ট লুক, কড়া বার্তা অভিনেতার

বর্তমানে বলিউডে ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে ছবি তৈরি করার এক নতুন প্রবণতা শুরু হয়েছে। রুপোলি পর্দায় এবার ফুটে উঠবে ভারতীয় ইতিহাসের অন্যতম চর্চিত চরিত্র বিনায়ক দামোদর…

first look of Hindi movie Savarkar

বর্তমানে বলিউডে ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে ছবি তৈরি করার এক নতুন প্রবণতা শুরু হয়েছে। রুপোলি পর্দায় এবার ফুটে উঠবে ভারতীয় ইতিহাসের অন্যতম চর্চিত চরিত্র বিনায়ক দামোদর সাভারকরের (Savarkar) জীবনী। শনিবার, সাভারকর ১৩৯তম জন্মজয়ন্তীতেই প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। ফার্স্ট লুক সামনে আসতেই ইতিহাসের পাতা থেকে যেন একদম সামনে উঠে এসছেন বীর সাভারকর।

‘স্বতন্ত্রবীর সাভারকর’ ছবির ফার্স্ট লুক পোস্টারের একদম উপরে লেখা রয়েছে- ‘হিন্দুত্ব কোনও ধর্ম নয়, ইতিহাস’। রণদীপ ছবি প্রথম পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিস্মৃতপ্রায় নায়কদের একজন সাভারকর। তাঁর মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়েই এই ছবি। আমি আশা করছি এই প্রকৃত বিপ্লবীর চরিত্রে অভিনয় করবার কঠিন কাজটি সঠিকভাবে করতে পারব এবং যে কাহিনি পর্দার আড়ালে রয়ে গিয়েছে তা প্রকাশ্যে আনতে পারব।

ছবির কথা প্রকাশ্যে আসতেই রন্দীপ হুড্ডা জানিয়েছিলেন, ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে অনেক বীর, অনেক নায়ক নিজের জীবন দিয়েছেন। ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে উল্লেখ করা রয়েছে। কিন্তু সাভারকার একইভাবে প্রতিবাদ আন্দোলন চালিয়েছিলেন। কিন্তু তার নাম কোথাও উল্লেখ করা হয়নি।

হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা এই দেশনায়ককে নাসিক ষড়যন্ত্র মামলার দ্বিতীয় পর্যায়ে অভিযুক্ত করা হয়েছিল। ব্রিটিশ সরকারের হাতে ধরা পড়ার পর তাঁর ২৫ বছরের জেল হয়।