Bedroom Secrets: বিছানায় অর্জুনকে হাতকড়া পরিয়েছিলেন মালাইকা! ফাঁস হল বেডরুমের কেচ্ছা

bedroom secrets

বি-টাউনের ফিটনেস কুইন মালাইকা অরোরা প্রায়সময়ই চর্চায় থাকেন। কখনো তার পোশাক, কখনো তার হাঁটাচলা আবার কখনো তার ব্যক্তিগত জীবন উঠে আসে চর্চায়। আর এবারও তার ব্যাতিক্রম হয়নি। সরাসরি এবার প্রকাশ পেল তার বেডরুমের গোপন (bedroom secrets) খবর।

যৌনজীবনে নতুনত্ব আনতে অর্জুনকে হাতকড়া পরিয়ে নিজে কি কখনও নার্স সেজেছেন মালাইকা? তাকে এমনই প্রশ্ন করলেন করণ জোহর ‘মুভিং ইন উইথ মালাইকা’ শো’তে এসে। তার আগে এই শো’য়ের একটি ট্রেলার পোস্ট করে তিনি লিখেছিলেন কখনো তাকে এই রূপে কেউ দেখেননি। সত্যিই তাই শো’টিতে নিজের জীবন সম্পর্কে ভীষণ খোলামেলা এই অভিনেত্রী। সকলেই জানেন দীর্ঘ বেশ কিছু বছর ধরে অর্জুন কাপুরের সাথে সম্পর্ক রয়েছে মালাইকার।

   

এবার তাদের যৌনজীবন নিয়ে প্রশ্ন তুললেন করণ জোহর। তিনি জিজ্ঞেস করেন যৌনজীবনে নতুনত্ব আনতে অর্জুনকে হাতকড়া পরিয়ে নিজে কখনও নার্স সেজেছেন মালাইকা? আর একথা শোনার পর লজ্জা পেয়ে করণকে মারতে উদ্যত হয়েছিলেন মালাইকা। যদিও করণ ও ছাড়ার পাত্র নন,তবে মালাইকা নিজের যৌনজীবন সম্পর্কে মুখ খুলতে রাজী ছিলেন না।

অন্যদিকে করণ বলেন একসময় তিনি পুলিশ সাজতে চেয়েছিলেন, বিছানায় সিংহম হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার পরনের পোশাক তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। যা শুনে হেসে ফেলেন অভিনেত্রী। অন্যদিকে করণ জানিয়েছেন মালাইকা ও অর্জুনের বিয়ে নিয়ে ভীষণ উৎসাহী করণ। তাই তিনি এসব কিছু জানতে চাইছেন তার থেকে। যদিও হাসির ছলে কথাটা এড়িয়ে গেছেন মালাইকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন