অঙ্কুশ-ঐন্দ্রিলা টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটির মধ্যে এক। সম্প্রতি এই তারকা জুটি আইসল্যান্ডের ব্লু লেগুনে ছুটি কাটাতে গেছেন।
Advertisements
আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দুই তারকাকেই দেখা যাচ্ছে নীল জলে শরীর ডুবিয়ে রয়েছেন।
Advertisements
আইসল্যান্ডের ব্লু লেগুন খুবই জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং আইসল্যান্ড আসলে এই স্পাতে সকলেই যান।
ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছে প্রিন্টেড বিকিনিতে, সঙ্গে নো মেক আপ লুক। এই ছবি শেয়ার করে লিখেছেন ‘ম্বপ্ন।’ অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি প্রায় সকলেরই প্রিয় এবং তাদের নিয়ে ভক্তকুলের মধ্যে চর্চার শেষ নেই। এবার সেই প্রিয় জুটির উষ্ণ ছবি রীতিমত ভাইরাল।