অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!

Ankush Hazra asked audience who are interested to see him act in what genre of film after Mirza

‘মির্জা’র (Mirza) পর পরের ছবির প্রস্তুতি শুরু করলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সেই উদ্যেশ্যে বুধবার তার সমাজ মাধ্যমে অঙ্কুশ অনুরাগীদের উদ্দেশ্যে জানতে চান যে, মির্জার পর অভিনেতাকে কীরকম সিনেমায় দেখতে চান তারা।

এই বছর এপ্রিল মাসে (April 2024) মুক্তি পেয়েছিল অঙ্কুশ হাজরা অভিনীত চলচ্চিত্র ‘মির্জা’ (Mirza)। এই চলচ্চিত্র দিয়ে প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ ঘটে অঙ্কুশের। তিনি তার প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’য়ের মাধ্যমে এই ছবি প্রযোজনা করেছিলেন। এই ছবি দিয়ে অ্যাকশন ঘরানাতে প্রত্যাবর্তন করেন অভিনেতা। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই ছবির খলনায়কে ভূমিকায় ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সুমিত-সাহিল (Sumeet-Sahil)।

   

অঙ্কুশকে অ্যাকশন ঘরানায় পছন্দ করেন দর্শকরা। প্রায় ৫০ দিনের ওপর প্রেক্ষাগৃহে চলেছিল ‘মির্জা’ ইতিমধ্যে ‘মির্জা’র সাফল্যের পর ছুটি কাটাচ্ছিলেন অঙ্কুশ (Ankush Hazra)। ছুটি থেকে ফিরেই কাজে মন দিচ্ছেন তিনি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার ডাকে টলিউডে ‘মহাজোট’, ‘অযোগ্য’র স্পেশাল স্ক্রিনিংয়ে মহা চমক

বুধবার তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে অঙ্কুশ জানতে চান, এরপর অঙ্কুশকে কোন ঘরানার ছবিতে দেখতে পছন্দ করবেন তারা। স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘মির্জার পর ছুটি কাটানো শেষ। পরের কাজের পরিকল্পনা শুরু। আবার এক নতুন যুদ্ধের জন্য তৈরি হওয়া। এরপর কী ধরণের ছবি চান আপনারা?’

প্রশ্নের উত্তরে চারটি অপশন রেখেছেন অভিনেতা। যার মধ্যে ছিল- অ্যাকশন ঘরানার ছবি, রোমান্টিক কমেডি ছবি, পারিবারিক ছবি, এবং ড্রামা ছবি। মির্জার সাফল্যের পরে তার সিকুয়েল বানানোর কথা দিয়েছিলেন অভিনেতা। সেই মত সিকুয়েল আসে নাকি, অন্য কোনও ছবি তার দিকেই তাকিয়ে অনুরাগীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন