নিক জোনাস (Nick Jonas) এবং প্রিয়াঙ্কা চোপড়া অনন্ত আম্বানির বরযাত্রীর অনুষ্ঠানে নাচ্ছিলেন । নাছতে নাচতে হঠাৎ নিককে ধাক্কা মারতে দেখা জন্য অনন্যা পান্ডেকে (Ananya Panday)। আর এই ভিডিওটি দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে রেডিটে। এখানে দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) নাচছিলেন ‘চিকনি চামেলি’ এবং ‘সপনে মে মিলতি হ্যায়’ গানে। হঠাৎই সেই সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিক জোনাসকে কনুই দিয়ে ধাক্কা মারতে দেখা যায় অনন্যা পান্ডেকে (Ananya Panday)। খানিকটা অস্বস্তিতে পড়তে দেখা যায় নিককে। এরপর সামনের দিকে এগিয়ে যান অনন্যা। পিছিয়ে যান নিক। তবে তাঁকে দেখে ডেকে নেন রণবীর সিং। জড়িয়ে ধরেন নিককে।
Mirzapur Season 3: টিকল না সমালোচনা, মুক্তির সপ্তাহেই রেকর্ড গড়ল মির্জাপুরের তৃতীয় সিজেন!
এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ অনেকে। কেউ কেউ বলেছেন, “অনন্যা (Ananya Panday) সহবত ও দেখাতে জানেন না।” আরেকজন বলেছেন, “নিক (Nick Jonas) বলেই পার পেয়ে গেলেন। ” অনেকেই রণবীর সিংহকে ধন্যবাদ জানিয়েছেন নিককে ডেকে নিয়ে তাঁর সঙ্গে আতিথেয়তা করার জন্য।
Ananya Pandey push Nick Jonas.😭#AnantRadhikaWedding pic.twitter.com/XolYA3wdH2
— Jay Lighty (@Jay_Lighty) July 12, 2024
অন্যান্যের বিয়ের দিন নানান কাস্তোমিসেড পোশাক পড়েছিলেন সেলিব্রিটিরা। অনন্যা পাণ্ডে একটি কাস্টমাইজড লেহেঙ্গা পরেছিলেন যার ব্লাউজের পিছনে লেখা ছিল ‘অনন্তের ব্রিগেড’। একই রকম পোশাক পরেছিলেন খুশি, শানায়া কাপুর এবং অ্যাটলির স্ত্রী প্রিয়া। অর্জুন এবং বনি কাপুর কাস্টমাইজড ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ লেখা কুর্তা পড়েছিলেন। মিজান, বীর এবং শিখর পাহাড়িয়া পিছনে ‘ডিডিসি’ লেখা লাল সিকুইনের কুর্তা পরেছিলেন।



