আদিপুরুষ নিষিদ্ধ করার চিঠি মোদীকে

মুক্তির পর থেকেই আদিপুরুষকে নিয়ে শুধু কটাক্ষের বন্যা। সংলাপ থেকে শুরু করে ছবির ভিএফএক্স- সমস্ত এই মুহূর্তে দর্শকদের কাছে সমালোচিত। শুরু হয়েছে আদিপুরুষ নিয়ে নেট…

Adipurush first look

মুক্তির পর থেকেই আদিপুরুষকে নিয়ে শুধু কটাক্ষের বন্যা। সংলাপ থেকে শুরু করে ছবির ভিএফএক্স- সমস্ত এই মুহূর্তে দর্শকদের কাছে সমালোচিত। শুরু হয়েছে আদিপুরুষ নিয়ে নেট মাধ্যমে ট্রোল-মিম ফেস্ট। নেটাগরিকদের একাংশ ওম রাউতের ‘আদিপুরুষের’ উপর চেয়েছেন নিষেধাজ্ঞা।

আদিপুরুষকে নিয়ে একটা বিতর্ক শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে আরেকটা বিতর্ক। এবার বিতর্কের আঁচ আরও গড়াল। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস অ্যাসোশিয়েশন (All India Cine Workers Association) – এর তরফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদিপুরুষ-এর স্ক্রিনিং অবিলম্বে সমস্ত প্রেক্ষাগৃহে এবং ভবিষ্যতে ওটিটি প্ল্যাটফর্মে বন্ধ করার আর্জি জানানো হয়েছে।

চিঠিতে সিনে ওয়ার্কারসের সদস্যরা বোঝানোর চেষ্টা করেছেন যে পরিচালক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুস্তাশির শুক্লা এবং ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর (FIR) করা কতটা জরুরি।

চিঠিতে বলা হয়েছে যে ছবির স্ক্রিনপ্লে এবং সংলাপ স্পষ্টভাবে ভগবান রাম এবং প্রভু হনুমানকে অপমান করা হচ্ছে।ঙ্গাদিপুরুষ ছবি হিন্দু এবং সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করছে।

কড়া ভাষায় আদিপুরুষের নিন্দে করে চিঠিতে বলে হয়েছে ছবিতে ভগবান রাম এবং প্রভু হনুমানকে ভিডিয়ো গেমের চরিত্র বলে মনে হচ্ছে। আরও বলা হয়েছে যে অভিনেতা প্রভাস, কৃতী শ্যানন এবং সইফ আলি খানকে ছবির অঙ্গ করা উচিত হয়নি।

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির। ছবি মুক্তির আগে থেকে মুক্তির পর অবধি, বিতর্কের শেষ নেই। নেপালের ভূমিকন্যা সীতা এবং তাঁর জন্মসূত্রের ইতিহাসকে ভারতীয় সিনেমায় বিকৃত করার অভিযোগে নেপালে পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছে আদিপুরুষ। উল্লেখ্য রামায়ণে বর্নিত সীতার জন্মস্থল জনকপুর নেপালের অন্তর্গত।