Alia Bhatt: রসগোল্লার চেয়েও তাঁর প্রিয় কলকাতার সন্দেশ

কলকাতায় আসা মানে নো ডায়েট।  রসগোল্লা থেকে সন্দেশ জমিয়ে পেটপুজো করেন তিনি। তাইতো ভরা মঞ্চে ডায়েট ভুলে কামড় বসিয়েছিলেন জলভরা সন্দেশে। সম্প্রতি ‘গঙ্গুবাঈ’ প্রচারে শহর…

Alia Bhatt

কলকাতায় আসা মানে নো ডায়েট।  রসগোল্লা থেকে সন্দেশ জমিয়ে পেটপুজো করেন তিনি। তাইতো ভরা মঞ্চে ডায়েট ভুলে কামড় বসিয়েছিলেন জলভরা সন্দেশে। সম্প্রতি ‘গঙ্গুবাঈ’ প্রচারে শহর কলকাতায় এসেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। সাদা ঢাকাই, ডিপ কাট সাদা হাতকাটা ব্লাউজ, কানে লম্বা জড়োয়ার দুল, চুল টান করে খোঁপা। তার পাশ দিকে উঁকি দিচ্ছে সাদা ফুল। সঙ্গে ছোট্ট টিপ। করজোরে সাক্ষাৎ ‘গঙ্গুবাই’ কে দেখলেন শহর কলকাতা। এখানে এসে তাঁর কথায় ফিরে ফিরে এল বাংলা ও বাঙালি। তিনি বলেন, ‘রসগোল্লার চেয়েও তার প্রিয় কলকাতার সন্দেশ। তবে কলকাতা এলে চাখতে ছাড়েন না রসগোল্লাও। কিন্তু সন্দেশ তাঁর চাইই চাই।’

এ তো গেল খাওয়ার কথা। কলকাতার আর কোন কোন জিনিস মুগ্ধ করে আলিয়াকে? অভিনেত্রী জানালেন, কলকাতার মানুষের চালচলন, কথা বলা, সংস্কৃতি সবকিছুই ভালো লাগে তাঁর। আপাতত দুই বাঙালির সঙ্গে কাজও করছেন তিনি। নতুন ছবি ‘রকি ওউর রানি কী প্রেম কাহানি’ তে টোটা রায়চৌধুরী ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন আলিয়া। সেটে কখনও বাংলা বলার প্রয়োজন হলে তা শিখে নিচ্ছেন এই দুই বাঙালি তারকার থেকেই। টোটা ও চূর্ণির প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর সিংহকে।

একের পর এক বাঁধা। কখনও গাঙ্গুবাই-এর পরিবারের সদস্যদের অমর তো কখনও মানহানির মামলা। মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’এ। ছবিতে কামাথিপুরাকে যৌনপল্লি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এতে ‘কাঠিয়াওয়াড়ি’ সম্প্রদায়ের মানুষের মানহানি করা হয়েছে বলে বম্বে হাইকোর্টে ছবির নাম পরিবর্তনের আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন এক কংগ্রেস নেতা। বিধায়কের দাবি, কামাথিপুরা নামের ব্যবহার ছবিতে করা যাবে না। তার বদলে কোনও কাল্পনিক নাম ব্যবহার করা যেতে পারে বা নামের অংশটি মিউট করে দেওয়া যেতে পারে।

তবে এসব নিয়ে মোটেও বিব্রত নন পর্দার গাঙ্গুবাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিকে ঘিরে ওটা নানা বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন আলিয়া ভট্ট। তিনি বলেন, ‘কোনও প্রকার বিতর্কই আমাকে বিব্রত করতে পারে না। এমন সমস্ত ঘটনা ঘটেই থাকে। এগুলো খুবই স্বাভাবিক। ছবি ভালো হোক কিংবা খারাপ, কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করে। আবার কিছু মানুষ এসব নিয়ে আইনি জটিলতা তৈরি করতে ভালোবাসে। এগুলো ছবিকে আরও মানুষের কৌতুহলের দরজায় পৌঁছে দেয়। এগুলো কোনও ব্যাপার নয়।’

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। সিনেমার গল্পটি হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’-এর একটি অধ্যায় থেকে সংগৃহীত। আলিয়া ছাড়াও এই চলচ্চিত্রে দেখা যাবে বিজয় রাজ এবং সীমা পাহওয়াকে। অজয় দেবগনকেও এই সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি।