Alia-Ranbir: স্বপ্নের দুনিয়ায় ভাসছেন আলিয়া-রণবীর

কথায় বলে, ‘ পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো মা’। ‘মা’ শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে অপত্য স্নেহ। পৃথিবীর প্রতিটা মহিলাই চাই মা হতে তা সে সাধারণ…

Alia Bhatt Posts New Baby Shower Pics With Ranbir Kapoor

short-samachar

কথায় বলে, ‘ পৃথিবীর সবচেয়ে মধুর ডাক হলো মা’। ‘মা’ শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে অপত্য স্নেহ। পৃথিবীর প্রতিটা মহিলাই চাই মা হতে তা সে সাধারণ মানুষ হোক কিংবা তারকা। অনেকে বলে, মা হবার মধ্য দিয়েই মহিলারা পেতে পারেন তাদের জীবনের পরিপূর্ণতার স্বাদ।

   

বলিউড মহলে একটু কান পাতলেই শোনা যাবে বলিউডখ্যাত কিছু তারকা খুব শ্রীঘ্রই মা হতে চলেছেন। সদ্য বিবাহ করা আলিয়া ভট্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিছুদিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ইতিমধ্যে তার ইনস্টাগ্রাম আকাউন্ট দেখে বোঝাই যাচ্ছে যে, তার ‘বেবিসাওয়ার’ অর্থাৎ সাধ পালন করা হয়েছে।

সেই সাথে কিছু ছবি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করে লিখেছেন, “জাস্ট…. লাভ”। তার ছবি দেখে বোঝাই যাচ্ছে শুধুমাত্র নিকট কিছু আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধবদের সাথে তার এই বিশেষ দিনটি পালন করেছেন। এর সাথে সাথে অভিনেত্রী তার এই নতুন পথ চলার অভিজ্ঞতাও উপভোগ করছে বলে অনুমান করা যায় তার বিভিন্ন পোস্ট দেখে। পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তার পরনে রয়েছে হলুদ রঙের সালোয়ার সঙ্গে নো মেকআপ লুক।

আলিয়া ভট্টের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসুও এই মুহূর্তে অন্তঃসত্ত্বা। ইনস্টাগ্রামে তার সাথে কিছু ছবি পোস্ট করা মাত্রই তার ভক্তদের ভালোবাসার জোয়ার বয়ে গিয়েছে কমেন্ট বক্স জুড়ে।