ঠিক যেমন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল করোনা অতিমারির সতর্কতা। এবার করোনা সংক্রমণ শেষ পর্বে এসে দুনিয়া জুড়ে ভয়াবহ আর্থিক সংকটের (Global recession) আগাম বার্তা (Alert) ঘোষণা করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (IMF)। বলা হয়েছে চলতি বছরের শেষ থেকে অথবা নতুন বছরের শুরু থেকেই এই সংকট দেখা যাবে। যার কিছু কিছু লক্ষণ ফুটে উঠেছে।
- IMF এর হিসেবে আর মাত্র দু মাস হাতে আছে।
- ২০২৩ সালের শুরু থেকে আর্থিক মন্দার প্রভাব বিশ্ব জুড়ে দেখা যাবে।
- বিশ্ব জুড়ে বাড়ছে ডলার মূল্য মান।
- আন্তর্জাতিক তেল বাজারে দাম কমছে। ডলার ঘাটতি ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এর প্রভাব সর্বত্র পড়বে।
বিস্তারিত সংবাদ পড়ুন:
New York Times প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় আর্থিক মন্দার আশঙ্কা স্পষ্ট করেছেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান,আইএমএফ আগামী ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক আর্থিক বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেটি এ পর্যন্ত তিন বার কমাতে হয়েছে।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন বিভিন্ন দেশ করোনা মহামারির প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ২০২২ সালের শুরুতে আশা ছিল, আগামী ২০২৩ সালের মধ্যে আর্থিক বৃদ্ধির হার হবে অন্তত ৩.২ শতাংশ। এখন ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে এই হার থাকবে ২.৯ শতাংশ।
তিনি আরও জানান, বিশ্ব অর্থনীতিতে ইতিমধ্যে মন্দাভাব শুরু হয়েছে। ডলারের মূল্য বাড়ছে। জ্বালানি তেলের বাজারে মন্দা শুরু হয়ে গেছে। তেলের দাম কমতে থাকলেও ডলারের মূল্য বেড়ে যাওয়ায় অনেক দেশ তেল কিনতে পারছে না। এর ফলে বিশ্ব জুড়ে অর্থনীতির চাকা ঠিকমতো সচল হচ্ছে না। এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী দুই বছর বিশ্বের এক তৃতীয়াংশ দেশের অর্থনীতির সংকোচন অব্যাহত থাকবে।