Al Qaeda: নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতে আত্মঘাতী হামলার হুমকি আল কায়েদার

বিজেপির দুই মুখপাত্রের চরম বিতর্কিত ধর্মীয় মন্তব্যের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে ভারতের৷ তেমনই অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো। এবার দেশের চার জায়গায়…

Naga militants shot in Bengali inhabited district

বিজেপির দুই মুখপাত্রের চরম বিতর্কিত ধর্মীয় মন্তব্যের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে ভারতের৷ তেমনই অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো। এবার দেশের চার জায়গায় আত্মঘাতী হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন (Al Qaeda) আল কায়েদা।

আল কায়েদা ভারতীয় উপমহাদেশ শাখা (আল কায়েদা ফর সাব কন্টিনেন্ট) এর তরফে হামলার হুমকি মিলেছে। বিবৃতিতে বলা হয়েছে, এটা নবীর মর্যাদা রক্ষার লড়াই। জঙ্গি সংগঠনটির বিবৃতিতে সাফ জানানো হয়েছে, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু সন্ত্রাসবাদী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়েদার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে বিস্ফোরক বেঁধে হামলা চালাবে।

সম্প্রতি ইসলামের নবী হজরত মহম্মদকে নিয়ে কটুক্তি করেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। দেশজুড়ে তাঁর মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়৷ সরব হয়েছে মধ্য প্রাচ্য ও আরব দুনিয়ার বিভিন্ন দেশ। কাতার, ওমান, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডন, পাকিস্তান তো ছিলই, সুর চড়িয়েছে আফগানিস্তান। ভারতীয় পণ্য বয়কট চলছে।

ইতিমধ্যেই নুপুর শর্মা এবং নবীন জিন্দলকে বিতর্কিত মন্তব্যের জন্য ৬ বছর সাসপেণ্ড করেছে বিজেপি। এফআইআর দায়ের করা হয়েছে। যে সমস্ত দেশ সুর চড়িয়েছে, তাদের মধ্যে প্রায় ৫০টিরও বেশি ইসলামিক দেশের সঙ্গে ভারতের সরাসরি কৌশলগত অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আগামী দিনে এর প্রভাব আরও বেশি করে পড়তে পারে বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

এবার জঙ্গি হামলার হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও ঘোরতর হলো। আল কায়েদার তরফে হামলার হুমকিতে কেন্দ্রের মোদী সরকার উদ্বিগ্ন।