মমতা-অভিষেকের ছবি দেওয়া পোস্টারে ছেয়েছে আগরতলা

আগরতলা: সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ‘যুবরাজ’কে স্বাগত জানাতে চেষ্টার কোনও কসুর ছাড়েননি ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। রাজধানী আগরতলায় ছেয়ে গিয়েছে…

Mamata and Abhishek

আগরতলা: সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ‘যুবরাজ’কে স্বাগত জানাতে চেষ্টার কোনও কসুর ছাড়েননি ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। রাজধানী আগরতলায় ছেয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার। যুব তৃণমূল কর্মী কুন্তল ঘোষের উদ্যোগে পোস্টার পড়েছে আগরতলার বিভিন্ন এলাকায়।সেই পোস্টারে লেখা, ” ভারতের যুবরাজ তোমাকে সেলাম। তোমার হাতেই হবে এবার ত্রিপুরাতে জয়ের অভিষেক।”

তৃতীয়বারের জন্য বাংলায় বিপুল জয় তৃণমূলের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে।এর আগেও পড়শি রাজ্য ত্রিপুরায় দলের সংগঠন পোক্ত করার চেষ্টা করেছিল তৃণমূল।সেবার মুকুল রায়ের হাত ধরে ত্রিপুরায় দলের সংগঠন চাঙ্গা করার চেষ্টা করেছিল জোড়াফুল। তবে অচিরেই সেই উদ্যোগ ধাক্কা খায়। পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরায় তৃণমূল নেতাদের অনেকেই দলবদল করেন।

তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক তৃণমূল। মোদি বিরোধী জোটের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের তাবড় রাজনীতিবিদ মোদি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতে আগ্রহ দেখিয়েছেন। এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে তৃণমূলকে এড়িয়ে বিজেপি বিরোধী জোটের কথা ভাবা কার্যত দুঃসাধ্য। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মোদি বিরোধী জোটের সলতে পাকিয়ে এসেছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো দেখা করেছেন বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে। আগামী দিনে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার ব্যাপারেও কথাবার্তা এগিয়েছে অনেকটাই। যদিও মোদি বিরোধী জোটের নেতৃত্বে নয়, জোটের শরিক হতেই বেশি আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহেই এবার তৃণমূলের নজরে ত্রিপুরা। মিশন ২০২৪- এর আগে ত্রিপুরায় দলের সংগঠন পোক্ত করার মরিয়া বাংলার শাসকদলের। সেই লক্ষ্যেই এবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছানোর আগেই রাজধানী আগরতলা ছেয়ে গিয়েছে তৃণমূলের পোস্টারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেই পোস্টার আগরতলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। অভিষেকের হাত ধরে এবার ত্রিপুরায় বদল আনতে চায় তৃণমূল।