মুম্বই: ফের লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির অবনতি। আবার ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে কিংবদন্তি গায়িকাকে। সেইসঙ্গে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি।
গতকাল বিকেলে হাসপাতালের তরফে দেওয়া আরও একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রবীণ গায়িকা বেশ কিছু থেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁকে নিরন্তর পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।’’ কিন্তু আজ আবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সি বর্ষীয়ান গায়িকা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। তাঁর চিকিৎসা করছেন চিকিৎসক প্রতীত সামদানি ও তাঁর দল। শিল্পীর সুস্থতা কামনা করে বিশেষ যজ্ঞ করেন অযোধ্যার পুরোহিতরা। জপ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাঁকে আইসিইউ-তে রাখা হয়।
লতা মঙ্গেশকরের বয়স ৯২ বছর। এত বয়সের কারণে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সেরে উঠতে সময় লাগছে গায়িকার, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।