মুম্বই: বলিউড থেকে টলিউড। ক্রিকেটার টু সিনেস্টার। তারকা হোক কিংবা আমজনতা- পুষ্পা জ্বরে কাবু আট থেকে আশি সকলে। মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে চলেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সম্প্রতি এই সিনেমাটি দেখেছেন বলিউডের প্রবীন অভিনেতা অনুপম খের। তারপরই ছবির মুখ্য চরিত্রে থাকা অল্লু অর্জুনের ভূয়সী প্রশংসা করে একটি টুইট করেন তিন।
যেখানে লিখেছেন, ‘‘পুষ্পা’ দেখলাম। আক্ষরিক অর্থেই এটি একটি ব্লকবাস্টার ছবি। লার্জার দ্যান লাইফ, পুরো পয়সা উসুল। স্নেহের অল্লু অর্জুন তুমি তো রকস্টার!! তোমাকে প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করেছি। আশা করছি খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করব। গোটা টিমকে অনেক শুভেচ্ছা! জয় হো!’
অল্লু অর্জুনে মগ্ন এখন গোটা ভারত। তাঁর অনুরাগীদের তালিকায় যুক্ত হল নতুন নাম। আর একথা জানার পরই। সঙ্গে সঙ্গে কমেন্ট করেন আল্লু অর্জুন। তিনি লিখেন, অনুপম জি… আপনার থেকে প্রশংসা পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ। আপনার এমন মনে হয়েছে দেখে খুব খুশি হয়েছি। আমিও আশা করছি আপনার সঙ্গে কাজ করতে পারব। এত ভালবাসার জন্য ধন্যবাদ।’