Neel Tiyasha: প্রেম করছেন নীল-তিয়াশা! রইল ভাইরাল ভিডিও

Neel Tiyasha: বাংলা মিডিয়াম ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে ভালোবাসা কুড়িয়েছিলেন নীল তিয়াশা। এবার রিলের পাশাপাশি রিয়েল লাইফেও কি পরিণতি পাচ্ছে তাঁদের দুজনের প্রেম! সম্প্রতি, এমনই…

Neel Tiyasha

short-samachar

Neel Tiyasha: বাংলা মিডিয়াম ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে ভালোবাসা কুড়িয়েছিলেন নীল তিয়াশা। এবার রিলের পাশাপাশি রিয়েল লাইফেও কি পরিণতি পাচ্ছে তাঁদের দুজনের প্রেম! সম্প্রতি, এমনই গুঞ্জন নেটপাড়ায়। তৃণা ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিং নিয়ে। আর নীল প্রায়শই নজর কাড়ছেন তিয়াশার পাশে। একসঙ্গে বহু রিল ভিডিও বানাতেও দেখা যায় দুজনকে। এবারও তাই হল। গদর 2 ছবির রোম্যান্টিক গানে ছন্দ মেলালেন নীল তিয়াশা (Neel Tiyasha)।

   

নীল তিয়াশার এই ভিডিও ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যালেও। যেখানে দেখা যাচ্ছে, তারা সিং ও সখিনার তালে একে অপরের প্রেমে হারিয়ে যাচ্ছেন নীল তিয়াশা। একে অপরের চোখে তাকিয়ে সে কি মিষ্টি প্রেম। নেটিজেনদের যে বেশ ভালো লেগেছে রিলটি। তা কমেন্ট বক্স দেখেই বেশ বোঝা যাচ্ছে। কেউ লিখেছেন, বড্ড মিষ্টি লাগছে দুজনকে। আবার কারও কথায়, কবে আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের?

তবে কি সত্যিই সংসার ভাঙতে চলেছে তৃণার। নাকি নেপথ্যে রয়েছে অন্য গল্প। আসলে রিয়েল লাইফে নীল ভট্টাচার্য ও তিয়াশা দাস ভীষণ ভালো বন্ধু। তাঁদের একে অপরের সঙ্গে কাজ করাটা দর্শকও খুব ভালোবাসেন, পছন্দও করেন। সে কারণেই বাংলা মিডিয়াম শেষ হয়ে গেলেও তাঁরা কোনোভাবে দর্শকের চোখের আড়ালে যেতে চান না। তাই বোধ হয় নিত্যদিন নিত্যনতুন গানে গানে নিজের অনস্ক্রিন প্রেমের গল্প সাজিয়ে ধরা দিয়ে থাকেন ইন্সটা রিলে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)