কেকে বিতর্কের জের কাটিয়ে একই সঙ্গে কাজে ফিরলেন ইমন ও রূপঙ্কর

বেশ কয়েক মাস আগে বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নথকে (KK) নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নেট মাধ্যমে বহু সমালোচনার শিকার হন টলিউডের গায়ক রূপঙ্কর…

বেশ কয়েক মাস আগে বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নথকে (KK) নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নেট মাধ্যমে বহু সমালোচনার শিকার হন টলিউডের গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সেই সময় তিনি কেকে কে নিয়ে মন্তব্য করার সময় নিজের সাথে সাথে টলিউডের আরো কিছু গায়ক গায়িকাদের নাম তুলে আনেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একজন ছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

Advertisements

তবে এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পরই গায়িকা নিজের ফেসবুক থেকে লাইভে এসে রূপঙ্করকে বলেন যে তিনি তার নামটা নেওয়ার আগে অনুমতি নেওয়া উচিত ছিল। এই নিয়ে বেশ কিছুদিন আগে রূপঙ্কর আবার ইমনকে নিয়ে বলেন,”ইমন লড়াকু। এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। কিন্তু আমার মনে হয় এত জনপ্রিয়তার পরেও ইমন খুব ইনসিকিওর। যদিও আমরা সকলেই এই পেশায় অল্পবিস্তর ইনসিকিওর। তবে উনি হয়তো একটু বেশিই নিরাপত্তাহীনতায় ভোগেন। সে কারণেই কে কে-র ঘটনার পর ফেসবুক লাইভ করেছিলেন। ভেবেছিলাম ওঁকে বলব ফেসবুক লাইভটা না করলেই পারতেন। হয়তো ভয় পেয়েছিলেন, যে কাজ চলে যেতে পারে। শো বাতিল হতে পারে। এত ভয় না পেলেও চলবে।’

Advertisements

তবে এর পরিপ্রেক্ষিতে ইমনও রূপঙ্করকে জবাব দেন। ইমন বলেন, ‘যদি আমি ইনসিকিওর হই, তাহলে রূপঙ্কর দা নিজেও কিন্তু তাই। আমি একজন একা মেয়ে। জীবনের এই লড়াইটাও আমি একাই লড়েছি। আমি ইনসিকিওর হলে এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। তাই রূপঙ্কর দা যদি আমায় ইনসিকিওর বলে থাকেন, তাহলে কোথাও গিয়ে হয়তো উনি নিজেও তাই।’

তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও ইমন এবং রূপঙ্কর একসাথে মিলে পরিচালক রাজর্ষি দের মিউজিক ভিডিও ‘একলা চলো রে’ তে সংগীত পরিবেশন করেছেন। এবং সম্প্রতি সেই ভিডিওই লঞ্চ হল সোশ্যাল মিডিয়ায়। তাই এবার নেটিজেনরা বলছে বিতর্ক ভুলে আবার একসাথে কাজ করছে ইমন এবং রূপঙ্কর।