বলিউডে নতুন প্রেমের খবর, প্রভাস এবং কৃতি প্রেম করছেন?

বলিউডে এখন শুধুই প্রেমের খবর। কিছুদিন আগে শোনা গেছে ক্রিকেটার শুভমণ গিলের সঙ্গে বলিউড অভিনেত্রী সারা আলী খানের প্রেমের জল্পনা। তাদের দুজনকে দেখা গিয়েছিল একটি রেস্তোরায় একসাথে।তারপরে শোনা যায় শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহার সঙ্গে জাহির ইকবালের সম্পর্কের কথা। তবে এবার জানা যাচ্ছে যে বলিউডের জনপ্রিয় নায়িকা তথা কৃতি শ্যানন (Kriti Sanon) প্রেম করছেন দক্ষিণী তারকা প্রভাসের (Prabas) সাথে।

Advertisements

২০২৩ সালের প্রথমেই মুক্তি পাবে ছবি “আদিপুরুষ”। যেখানে প্রভাস এবং কৃতি একসঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শোনা যাচ্ছে যে সেই শুটিং ফ্লোরে তাদের দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের অনেকটাই কাছাকাছি চলে এসেছেন তারা দুজন ।তবে অভিনেতা বা অভিনেত্রী এই বিষয়ে কেউই এখনো কিছু মুখ খোলেননি।

Advertisements

সম্প্রতি কারণ জোহরের জনপ্রিয় টকশো “কফি উইথ কারনে” একটি মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। রিং হওয়ার সঙ্গে সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এর পর থেকেই দু’জনকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এবার দেখার যে এই খবর কতটা সত্যিই হয়। এই খবর সামনে আসার পর থেকেই প্রভাসের ভক্তরা সহ কৃতির ভক্তরা বেজায় খুশি।