টালিপাড়ার নবাগত অভিনেত্রীদের মধ্যে অন্যতম উষসী রায় (Ushasi Ray)। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক বকুল কথার মাধ্যমে তিনি প্রথম পর্দা সামনে আসেন। তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে ঠিক সেই কারণেই একের পর এক ধারাবাহিকে নজিরবিহীন অভিনয় করেছেন তিনি। তবে সম্প্রতি ছোটপর্দা থেকে বেরিয়ে তিনি বড় পর্দাতে পাঠিয়ে দিয়েছেন। একই সাথে নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে জায়গা করে নিয়েছেন ওটিটি মাধ্যমেও।
অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর সৌন্দর্যের ভক্ত অনেকেই। বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীর ভূমিকায় তাঁকে পেয়েছিল দর্শক, আর সেখানেও সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে সম্প্রতি হইচই এ মুক্তি পেয়েছে গভীর জলের মাছ। যেখানে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সকলকে। তবে অভিনয়ের পাশপাশি সামাজিক মাধ্যমেও সাবলীল বিচরণ করেন অভিনেত্রী।
View this post on Instagram
তারই কিছু ঝলক মাঝে মধ্যেই উঠে আসে সমাজ মাধ্যমের পাতায়। সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সাদা সালোয়ার কামিজ পরে চেয়ারের ওপর হেলান দিয়ে বসে আছেন তিনি। যা এই গরমে পুরুষদের শরীরের উত্তাপ বাড়াচ্ছে। তাঁর অভিনয় যেমন সাধারণ মানুষের নজর কাড়ে ঠিক একই ভাবে অভিনেত্রীর রূপের জেল্লা সকলের নজর কাড়ে। ছবিটি ইতিমধ্যেই নেটিজেনদের সামনে এসেছে, আর সেই সাথে যে অভিনেত্রী প্রেমে যুব সমাজ আরও একবার হাবুডুবু যাচ্ছে সেটা অবশ্য স্পষ্ট বোঝায় যাচ্ছে অভিনেত্রী কমেন্ট বক্স দেখে।
#UshasiRay #whiteSalwar #beatingtheheat #summerfashion #staycool #actress